Shaktiman : এবার বড় পর্দায় 'শক্তিমান'! ৯-এর দশকের নস্টালজিয়া ফিরছে, বিরাট চমক নেট দুনিয়ায়

Last Updated:

Shaktiman : ছোটদের একেবারে কাছের সুপার হিরো 'শক্তিমান'। এবার টেলিভিশনের পর্দা নয়, সিনেমাহলের বড় পর্দায় আসতে চলেছে।

এবার বড় পর্দায় 'শক্তিমান'
এবার বড় পর্দায় 'শক্তিমান'
#মুম্বই: অনেকেরই হয়তো মনে আছে ছোটবেলার রবিবার-এর কথা। স্কুলের ছুটি, খেলা ধুলো ইত্যাদি ছিলই। কিন্তু সন্ধে হলেই বাড়ি ফিরতে হবে। টিভি চালিয়ে বসতে হবে তো! সেই সময়ে, উচ্চ মধ্যবিত্তরা কেউ কেউ কালার টিভি কিনেছেন হয়তো। তবে অধিকাংশের কাছেই শুধু দূরদর্শন। কেবল টিভি, ছাপোষা মানুষের কাছে তখন ধরা ছোঁয়ার বাইরে। ভরসা শনি-রবিবারের ছায়াছবি, রামায়ণ-মহাভারত। আর ছোটদের একেবারে কাছের সুপার হিরো 'শক্তিমান' (Shaktiman)। বড় পর্দায় আসতে চলেছে ভারতবর্ষের প্রথম নিজস্ব এই সুপারহিরো।
ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন শো ছিল শক্তিমান (Shaktiman)। হলিউডে যেমন ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যানের মতো সুপারহিরো রয়েছে, ভারতীয়দের কাছে তেমনই একজন সুপারহিরো হল শক্তিমান। বিশেষ করে ৯ এর দশকের প্রজন্মের কাছে এই টেলিভিশন শো ছিল খুবই আকর্ষণীয়। দূরদর্শন ন্যাশনালে এই শো দেখা যেত সেই সময়ে। মুখ্য ভূমিকায় অর্থাৎ শক্তিমানের চরিত্রে অভিনয় করতেন মুকেশ খান্না। এবার টেলিভিশনের পর্দা নয়, সিনেমাহলের বড় পর্দায় আসতে চলেছে শক্তিমান। সনি পিকচারস ঘোষণা করেছে এবার ভারতের এই সুপারহিরোকে নিয়ে তৈরি হচ্ছে ফিচার ফিল্ম। সনি পিকচারস ইন্টারন্যাশনাল প্রোডাকশন্স, ব্রুইং থটস প্রাইভেট লিমিটেড ও মুকেশ খান্নার ভীষ্ম ইন্টারন্যাশনাল একসঙ্গে মিলে বড় পর্দায় ফিরিয়ে আনতে চলেছে সেই পুরোনো নস্ট্যালজিয়া। ঘোষণা হতেই স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়ায় তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।
advertisement
একটি ছোট ভিডিও শেয়ার করেছেন ট্রেড অ্যানালিস্ট ত্বরণ আদর্শ। সনি পিকচারসও একটি ভিডিও করে ঘোষণা করেছে যে এবার বড় পর্দায় আসছে শক্তিমান (Shaktiman)। সেই ভিডিওতে দেখা যাচ্ছে শক্তিমানের সেই পুরনো অতি পরিচিত লোগো। তিনি এও উল্লেখ করেছেন যে, ছবিতে বড় মাপের অভিনেতারাই মুখ্য চরিত্রগুলি অংশ নেবেন। তবে ছবিতে কারা অভিনয় করছেন এবং কি পরিচালনা করছেন তা এখনো প্রকাশ্যে আসেনি। জানা যাচ্ছে বড় মাপের কোনো পরিচালক এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন।
advertisement
advertisement
তিনটি অংশে অর্থাৎ ট্রিলজি হিসেবে এই ছবি তৈরি হচ্ছে। ১৯৯৭ সালে ছোট পর্দায় ধারাবাহিক হিসেবে প্রথম এসেছিল 'শক্তিমান'। ২০১১ সালে একটি অ্যানিমেটেড সিরিজ, 'শক্তিমান:দ্য অ্যানিমেটেড সিরিজ' তৈরি করা হয়েছিলো। ২০১৩ সালে ছোট পর্দার জন্য একটি ছবি 'হমারা হিরো শক্তিমান' বানানো হয়েছিল।
advertisement
৯ এর দশকের শিশুদের কাছে বিশেষ করে শক্তিমান ছিল খুব প্রিয় ধারাবাহিক। রবিবারে টেলিভিশন পর্দার সামনে ভিড় করত কচিকাঁচারা। এক সাধারন মানুষ পন্ডিত গঙ্গাধর বিদ্যাধর মায়া ধর ওঙ্কার নাথ শাস্ত্রীজিকেই সুপারহিরো শক্তিমান এর বেশি দেখা যেত। এই চরিত্রে অভিনয় করতেন মুকেশ খান্না। এছাড়াও তামরাজ কিলভিশ এর চরিত্রে অভিনয় করতেন সুরেন্দ্র পাল। এরপরে এই গল্প নিয়ে অ্যানিমেশন তৈরি হয়েছে। কিন্তু এই প্রথম শক্তিমান নিয়ে ফিচার ফিল্ম তৈরি হচ্ছে যা ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছে।
advertisement
ওই সময়ের কোনো এক বছর পুজোর বাজারে ছেয়ে গিয়েছিল 'শক্তিমান' কস্টিউম, অনেকে কিনেও ছিলেন, অনেকে কেনার জন্য বায়না করেছেন। ৯০ দশকের সেই বাচ্চা এখন অনেকটা বড়, হয়তো কারো অভিভাবক। নিজের বাচ্চাকে নিয়ে এই ছবি দেখতে গিয়ে তিনি মেমোরি লেনে উঁকি দিতে বাধ্য। তাঁর মনে পড়ে যাবে শৈশবের অনেক কথা, যা হয়তো এই বাস্তবের ইঁদুর দৌড়ে তিনি ভুলেই গিয়েছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shaktiman : এবার বড় পর্দায় 'শক্তিমান'! ৯-এর দশকের নস্টালজিয়া ফিরছে, বিরাট চমক নেট দুনিয়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement