একী করলেন শক্তি কাপুর !
Last Updated:
একটি সাক্ষাৎকারে মেয়ে শ্রদ্ধা কাপুর স্পষ্টই জানিয়েছেন, ‘অনেক নায়িকা হয়েছি ৷
#মুম্বই: একটি সাক্ষাৎকারে মেয়ে শ্রদ্ধা কাপুর স্পষ্টই জানিয়েছেন, ‘অনেক নায়িকা হয়েছি ৷ এবার একটু খলনায়িকা হতে চাই ! কারণ আমার বাবা পর্দায় খলনায়ক হয়েই তো নায়কদের ঘুম উড়িয়েছিল ৷ আমিও তাই চাই !’ আর অন্যদিকে বাবা শক্তি কাপুর শুধু হতে চাইলেন না, হয়েই গেলেন নায়িকা !
সম্প্রতি এরকমই ঘটল ৷ ছবির চরিত্রের জন্য শক্তি কাপুর পরলেন মেয়েদের পোশাক, ঠোঁটে লাগালেন লিপস্টিক, মাথায় পরলেন নকল চুল ! আর তা নিয়েই আপাতত মুম্বইয়ের এক স্টুডিওতে শ্যুটিংয়ে ব্যস্ত শক্তি !
ছবির নাম ‘রকধার’ ৷ জানা গিয়েছে এই ছবিটি তৈরি হচ্ছে দাউদ ইব্রাহিমের জীবনী নিয়ে ৷ আর এই ছবিতেই হাসিনা চরিত্রে দেখা যাবে শক্তি কাপুরকে ৷
advertisement
Location :
First Published :
August 02, 2016 4:09 PM IST