Shah Rukh Khan: উচ্ছ্বসিত ভক্তদের সঙ্গে সেলফি ভিডিও তুললেন শাহরুখ; লোকার্নো চলচ্চিত্র উৎসবে অন্যরকম মেজাজে ধরা দিলেন বলিউড বাদশা

Last Updated:

এই দারুণ অনুষ্ঠানটিতে যোগ দিতে শাহরুখ গিয়েছিলেন স্যুইৎজারল্যান্ডে। সেখানে লাইভ সেশনেও অংশ নিয়েছিলেন অভিনেতা।

শাহরুখ খান
শাহরুখ খান
সম্প্রতি স্যুইৎজারল্যান্ডে লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ফলে তাঁর দুর্ধর্ষ কেরিয়ারের মুকুটে যোগ হল এক নয়া পালক। আসলে বিশ্বব্যাপী সিনে দুনিয়ায় অবদানের জন্যই মূলত পাওয়া যায় এই সম্মান। এই দারুণ অনুষ্ঠানটিতে যোগ দিতে শাহরুখ গিয়েছিলেন স্যুইৎজারল্যান্ডে। সেখানে লাইভ সেশনেও অংশ নিয়েছিলেন অভিনেতা। অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে ভক্তদের সঙ্গে সেলফি ভিডিও-ও তোলেন কিং খান। সকলের জন্য তৈরি হয়েছিল একটি অবিস্মরণীয় মুহূর্ত!
আরও পড়ুনঃ সফল বাঙালি নায়িকার মেয়ে! পরপর ১৪ ছবি ফ্লপ! বলিউডে ডাহা ফেল হয়েও কোটি কোটির মালিক
সোমবার এক্স হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে @asmasun∅1 নামের একটি অ্যাকাউন্ট থেকে। যেখানে দেখা যাচ্ছে, ভক্তদের সঙ্গে বিশেষ মুহূর্ত ক্যামেরায় ভিডিও বন্দি করছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে, সেলফি ভিডিও ক্যামেরা অন করছেন ‘ডানকি’ অভিনেতা। এরপর তিনি সেই ক্যামেরা ঘোরাচ্ছেন। আর ক্যামেরা ঘোরাতেই দেখা যায়, অভিনেতার পিছনে একটু উঁচু পাটাতনে উচ্ছ্বসিত ভক্তদের ভিড়। আসলে এই ভিডিওটি তোলা হয়েছে চলচ্চিত্র উৎসবে তাঁর বিশেষ আলাপচারিতার পরেই। আর এই ভিডিওই প্রমাণ করে দেয় যে, ভক্তদের সঙ্গে কতটা একাত্ম অভিনেতা! আপাতত সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওটি।
advertisement
এদিকে লোকার্নো চলচ্চিত্র উৎসবে নিজের সিগনেচার পোজের উৎপত্তি ব্যাখ্যা করেছেন। এর পিছনে আদতে রয়েছে কিংবদন্তি কোরিওগ্রাফার সরোজ খান। তাঁকেই ধন্যবাদ জানান কিং খান। ভক্তদের প্রশ্নোত্তর পর্বে একটি ঘটনার স্মৃৃতি হাতড়ে বলিউড বাদশা বলেন যে, “আমি তো প্রথমে কোরিওগ্রাফি ধরতেই পারছিলাম না। বেশ অস্বস্তিও হচ্ছিল। এরপর সারা রাত ধরে অনুশীলন করে আমি সেটে গিয়েছিলাম সেটা সরোজজিকে দেখানোর জন্য। কিন্তু আমি যখন সেটা দেখালাম, তখন উনি সহজ ভাবেই বললেন যে, ‘না আমাদের এটা লাগবে না। এটা ঠিক তোমায় মানাবে না। শুধু ওখানে দাঁড়িয়ে থাকো। আর নিজের হাত দুটো পাশ থেকে বার কর’।” আর এখান থেকেই শাহরুখ-স্পেশ‍্যাল সেই সিগনেচার স্টেপের জন্ম! যা এখনও তুমুল ভাবে জনপ্রিয়।
advertisement
advertisement
শাহরুখ বলেন যে, “এরপর থেকে বেশ কঠিন কোরিওগ্রাফির মুখে পড়লেই আমি কোরিওগ্রাফারকে পরামর্শ দিয়ে বলতাম, যদি আমি শুধু হাতটা পাশ থেকে বার করি, তাহলে কেমন লাগবে। আর এটাই আমার সিগনেচার মুভ হয়ে গিয়েছে। প্রতিটা পারফরম্যান্সের ক্ষেত্রেই আমি এটাই করতে শুরু করেছি। সময়ের সঙ্গে সঙ্গে এটাই আমার পরিচিতি বা খ্যাতির অংশ হয়ে উঠেছে।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan: উচ্ছ্বসিত ভক্তদের সঙ্গে সেলফি ভিডিও তুললেন শাহরুখ; লোকার্নো চলচ্চিত্র উৎসবে অন্যরকম মেজাজে ধরা দিলেন বলিউড বাদশা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement