দিল্লিতে হিট অ্যান্ড রান ঘটনায় নিহত অঞ্জলির পরিবারকে সাহায্য শাহরুখের সংস্থার
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Shahrukh Khan's NGO helps Delhi victim's family: তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর মা এবং ভাইবোনদের পাশে ভরসার স্থল হয়ে এগিয়ে এল শাহরুখের বাবার নামে নামাঙ্কিত এনজিও মীর মাউন্ডেশন
নয়াদিল্লি: দিল্লিতে পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত তরুণীর পরিবারের পাশে দাঁড়াল শাহরুখ খানের স্বেচ্ছাসেবী সংস্থা। সম্প্রতি দিল্লির কানঝাওয়ালা এলাকায় নৃশংস হিট অ্যান্ড রান ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণী অঞ্জলি। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর মা এবং ভাইবোনদের পাশে ভরসার স্থল হয়ে এগিয়ে এল শাহরুখের বাবার নামে নামাঙ্কিত এনজিও মীর মাউন্ডেশন। অঞ্জলির অসুস্থ মায়ের শুশ্রূষা এবং বোনদের সাহায্যে পর্যাপ্ত অর্থসাহায্য করেছে সংস্থাটি।
আট বছর আগে প্রয়াত হয়েছেন অঞ্জলির বাবা। তাঁর মা আক্রান্ত কিডনির অসুখে। দশম শ্রেণীর পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি অঞ্জলি। সংসারের হাল ধরার জন্য করতে হয়েছে নানা ধরনের ছোট থেকে মাঝারি কাজ। নতুন বছররে প্রথম দিনই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান অঞ্জলি। নিজের স্কুটারে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে এবং টেনে নিয়ে যায় প্রায় ১০ কিমি দূরত্ব। ঘটনার তদন্ত করছে পুলিশ।
advertisement
আরও পড়ুন : ৯৮ বছর বয়সে জেল থেকে মুক্তি, ফেয়ারওয়েলের পর পৌঁছে দেওয়া হল বাড়িতে, রইল মর্মস্পর্শী ভিডিও
স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে অকালমৃত অঞ্জলির পরিবারের পাশে দাঁড়ানোয় সুপারস্টারের প্রশংসায় নেটিজেনরা। ট্যুইটারে অনেকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহরুখের প্রতি। প্রসঙ্গত শাহরুখের বাবা প্রয়াত মীর তাজ মহম্মদ খানের নামে তৈরি সংস্থা মীর ফাউন্ডেশন ভূমি স্তরে মহিলাদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত।
advertisement
advertisement
#ShahRukhKhan NGO's Meer Foundation helps Delhi accident victim Anjali's family. The Biggest Charitable Actor Shah Rukh Khan. #AnjaliSingh #Pathaan pic.twitter.com/k7bmXIs4gD
— Fan Ramzan (@SrkRamzan2) January 7, 2023
আরও পড়ুন : অমিত-আদিত্যর স্বপ্নপূরণ! বিয়ের ৪ বছর পর প্রথম সন্তান আসছে এই সমকামী দম্পতির সংসারে
সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে প্রয়াত অঞ্জলি সিংয়ের পরিবারকে অর্থসাহায্য করা হয়েছে। তবে কত টাকা দেওয়া হয়েছে, সেই অঙ্ক প্রকাশ করা হয়নি। অঞ্জলির মা এবং তাঁর সন্তানদের পাশে সবরকম ভাবে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা।
advertisement
শাহরুখের এই মহানুভবতায় নেটিজেনদের মন্তব্য, "রাজা সব সময় রাজাই থাকেন। " তাঁর সংস্থা মীর ফাউন্ডেশন অতীতে বহু বার আর্ত মহিলা ও শিশুদের ভরসাস্থল হয়ে দেখা দিয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2023 10:26 AM IST