আব্রাম নাকি শাহরুখের ছেলে নয়, আরিয়ানের !

এক সময় নাকি তুমুল গুজব উঠেছিল সোশ্যাল নেটওয়ার্কে ৷ যে আব্রাম আসলে নাকি শাহরুখের ছেলে আরিয়ানের ঔরস থেকেই জন্ম !

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: এক সময় নাকি তুমুল গুজব উঠেছিল সোশ্যাল নেটওয়ার্কে ৷ যে আব্রাম আসলে নাকি শাহরুখের ছেলে আরিয়ানের ঔরস থেকেই জন্ম ! শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপে একটি ভিডিও ঘোরাফেরা করতে শুরু করে, যেখানে দেখা গিয়েছিল আরিয়ানের সঙ্গে একজন রোমানিয়ান মেয়ে রয়েছে ৷

    সম্প্রতি শাহরুখ খান এক অনুষ্ঠানে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের কথা বলতে গিয়েই এই গুজবের কথা সামনে নিয়ে আসেন ৷ শাহরুখের কথায়, ‘২০১৩ সালে যখন এই গুজব রটে গেল তখন আরিয়ানের বয়স ছিল ১৫ ৷ আমরা পুরো ব্যাপারটায় খুবই বিরক্ত হয়েছিলাম ৷’

    শাহরুখের কথায়, ‘আরিয়ান পুরো ঘটনায় এতটাই হতাশ হয় যে, সবাইকে ডেকে ডেকে বলতে থাকে, আমি কিছুই করিনি ৷ আমার কোনও রোমানিয়ান মেয়ের সঙ্গে আলাপ নেই !’

    সোশ্যাল নেটওর্য়াকিং সম্পর্কে বলতে গিয়ে শাহরুখ খান জানান, ‘ এটা একটা নতুন বিশ্ব ৷ যেখানে রিয়্যালিটিটাই আসলে ভার্চুয়াল ৷ আর তাই ভার্চুয়াল সব কথাই রিয়্যালিটি হয়ে যায় ৷ এই ধরণের বিশ্বে, সব সময় সব কথা বলতেই নেই ! ’

    First published:

    Tags: Ariyan Khan, Bollywood, Shah Rukh Khan