নিজের শরীরের উপর দখল সুহানার, অন্তর্বাস ছাড়া শাহরুখ-কন্যার ভাইরাল ভিডিও
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
কয়েক মাস আগে কটাক্ষের শিকার হন বলি তারকা মালাইকা অরোরাও। পোষ্যকে নিয়ে মুম্বইয়ের হাঁটতে বেরিয়েছিলেন ব্রা না পরে। গোলাপি হুডির বাইরে দিয়ে তাঁর ‘নিপ্ল’ (স্তনবৃন্ত) স্পষ্ট ছিল। কুমন্তব্যের ঝড় বয়ে যায়।
#মুম্বই: পাশ্চাত্যে এই সাজ নতুন নয়। ধীরে ধীরে প্রাচ্যেও এর প্রভাব পড়া শুরু করেছে। ব্রা বা অন্তর্বাস না পরাকে নিজেদের সাজগোজ, কায়দার অন্তর্ভুক্ত করে নেওয়ার প্রচেষ্টা। কিন্তু এখনও যে ওই সাজের সঙ্গে অভ্যাস হয়ে উঠতে পারেনি সমাজ, তার আরও একটি প্রমাণ মিলল সম্প্রতি। দিন কয়েক আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান।
লন্ডন থেকে মুম্বই ফিরছিলেন তিনি৷ বিমানবন্দরে তাঁকে দেখা যায়, সাদা টপ এবং ডেনিম পরে হেঁয়ে আসছেন গাড়ির দিকে। সাদা চাপা জামায় স্পষ্ট হয়ে উঠেছে তাঁর স্তনবৃন্ত।
advertisement
ভিডিওর মন্তব্য বাক্সে শাহরুখ-কন্যাকে আক্রমণ করা শুরু করেন নেটিজেনরা। তাঁদের আলোচ্য বিষয় হয়ে ওঠে, সুহানা কেন অন্তর্বাস ছাড়া বেরিয়েছেন। কেউ কেউ ঠাট্টা মস্করা করতেই ব্যস্ত।
advertisement
একই রকম ভাবে কয়েক মাস আগে কটাক্ষের শিকার হন বলি তারকা মালাইকা অরোরাও। পোষ্যকে নিয়ে মুম্বইয়ের হাঁটতে বেরিয়েছিলেন ব্রা না পরে। গোলাপি হুডির বাইরে দিয়ে তাঁর ‘নিপ্ল’ (স্তনবৃন্ত) স্পষ্ট ছিল। কুমন্তব্যের ঝড় বয়ে যায়।
advertisement
অন্য দিকে চলতি বছরের শুরুতে 'এমিলি ইন প্যারিস' ওয়েব সিরিজের বর্ষীয়ান ফরাসি অভিনেত্রী ফিলিপাইন লেরয় বিউলিউ প্যারিস ফ্যাশন উইকে তেমনই বক্তব্যের প্রচার করেন। ব্রা না পরে নিজের শরীরের উপর সম্পূর্ণ দখল নেওয়ার কথা বললেন পোশাকের সাহায্যে। এর আগে মাইলি সাইরাস এবং কেন্ডল জেনারও একই ভাবে নিজেদের শরীরের প্রতি অধিকারের কথা বলেছিলেন।
advertisement
এ বার সেই৷ তালিকায় নাম লেখালেন সুহানাও। কটাক্ষের শিকার হলেও তাঁদের কাছে পোশাক পরায় নিজেদের অধিকারই বেশি গুরুত্বপূর্ণ। আরও অনেকেই হয়তো এই সারিতে শামিল হবেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2022 10:41 AM IST