Shah Rukh Khan: বাংলোর দেওয়াল টপকে শাহরুখকে দেখতে ঢুকে পড়লেন দুই যুবক, চাঞ্চল্যকর ঘটনা মন্নতে!

Last Updated:

Shah Rukh Khan: পুলিশি জিজ্ঞাসাবাদে ওই দুই যুবক স্বীকার করেছেন তাঁরা গুজরাত থেকে মুম্বইতে এসেছেন।

শাহরুখ খান (ফাইল ছবি)
শাহরুখ খান (ফাইল ছবি)
মুম্বই: প্রিয় অভিনেতাকে একবারটি কাছ থেকে দেখতে পাওয়ার ইচ্ছে। এই তাড়না মানুষকে কত কিছুই না করায়। বৃহস্পতিবার মুম্বইতে শাহরুখ খানের বাংলো মন্নতে ঢুকে পড়ে দুই যুবক। পুলিশ জানিয়েছে, মন্নতের বাইরের দেওয়াল টপকে ঢুকে পড়েছিল। পরে মন্নতের নিরাপত্তারক্ষীরা তাঁদের ধরে ফেলেন। পুলিশের হাতে তুলে দেওয়া হয় দু'জনকেই। একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশি জিজ্ঞাসাবাদে ওই দুই যুবক স্বীকার করেছেন তাঁরা গুজরাত থেকে মুম্বইতে এসেছেন। শাহরুখ খানের সঙ্গে একবার দেখা করার খুব ইচ্ছে নিয়েই এমন বেআইনি কাজ তাদের। দু'জনেরই বয়স প্রায় ২০ ও ২২। ভারতীয় দণ্ডবিধিতে অনধিকারপ্রবেশের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু কী ভাবে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে মন্নতের ভিতরে যুবকরা ঢুকে গেল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।
advertisement
আরও পড়ুন: অভিনয় থেকে কবে অবসর নেবেন শাহরুখ খান? বলিউড বাদশার জবাবে নেটপাড়ায় শোরগোল!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় #AskSRK সেশনে বসেছিলেন শাহরুখ খান। সেখানে অনুরাগীদের সঙ্গে মন খুলে আড্ডা দেন অভিনেতা। সম্প্রতি শাহরুখের পাঠান মুক্তি পেয়েছে। যা এই মুহূর্তে দেশ ও দেশের গণ্ডি পেরিয়ে সুপারহিট হয়েছে। চার বছরের বিরতির পর স্ক্রিনে ফিরে ফের একবার নিজের জাদু চালিয়েছেন শাহরুখ খান। এই আস্ক এসআরকে সেশনে এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, বলিউডে তাঁর পরে সবচেয়ে বড় কী?
advertisement
advertisement
আরও পড়ুন: হাসানোর 'ওস্তাদ' কাঁদিয়ে ছাড়বেন দর্শককে, কপিল শর্মার নতুন ছবির ট্রেলার ভাইরাল
শাহরুখ এই প্রশ্নের জবাবে বলেছেন, 'আমি কোনও দিন অভিনয় থেকে অবসর নেব না... আমাকে তাড়াতে হবে... এবং তারপরেও হয়তো আমি আরও আকর্ষণীয় হয়ে ফিরে আসব!!'। শাহরুখ খান যে কোনও দিনও বিনোদনের জগত থেকে নিজেকে সরিয়ে নেবেন না, এই সেশনে তাঁর বিরাট ভক্তকূলকে সে আশ্বাসই দিয়ে দিলেন এককথায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan: বাংলোর দেওয়াল টপকে শাহরুখকে দেখতে ঢুকে পড়লেন দুই যুবক, চাঞ্চল্যকর ঘটনা মন্নতে!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement