Shah Rukh Khan: শাহরুখের বাড়ি 'মন্নত'-এ বড় পরিবর্তন! সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan : জন্মদিন হোক বা অন্য কোনও উপলক্ষ, মন্নতের ছাদে এসেই ভক্তদের দর্শন দেন শাহরুখ।
#মুম্বই: মুম্বই বেড়াতে গেলে শাহরুখ খানের ভক্তরা একবার হলেও দর্শন করেন তারকার বাড়ি মন্নত। মন্নত-এর সামনে দাঁড়িয়ে মনের মতো ছবি তোলা যেন আবশ্যিক। আর এবার নাকি বদলে গেল কিং খানের বাড়ির নেমপ্লেট। ভক্তরা শাহরুখের জীবনের খুঁটিনাটি জানতেও আগ্রহী থাকেন। আর তাই তাঁর বাড়ির নেমপ্লেট বদলে যাওয়া উচ্ছসিত এসআরকে-র ভক্তরা।
জন্মদিন হোক বা অন্য কোনও উপলক্ষ, মন্নতের ছাদে এসেই ভক্তদের দর্শন দেন শাহরুখ। এবার বদল হল সেই বাড়ির নেমপ্লেটে। তবে কি বদলে গেল বাড়ির নামও? মন্নত-এর নাম মোটেও বদলায়নি। তবে বসেছে নতুন একটি নেমপ্লেট। সেখানেই আরও কায়দা করে খোদাই করা 'মন্নত'।
advertisement
advertisement
নতুন নেমপ্লেটের ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শাহরুখের বহু অনুরাগীই এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। বলা বাহুল্য এই নতুন নেমপ্লেটের সামনো দাঁড়িয়ে ছবি তুলতে এবার ভিড় জমাবেন অনুরাগীরা।
New name plate on #Mannat 😍then and now .............#ShahRukhKhan𓀠 pic.twitter.com/fS889OMbgu
— Arbaaz Pathaan (@Arbaz4SRK) April 23, 2022
advertisement
প্রসঙ্গত, শেষ জিরো ছবিতে দেখা গিয়েছিল শাহরুখকে। ২০১৮-র পরে আবার কামব্যাক করতে চলেছেন কিং খান। পাঠান ছবিতে তাঁর বিপরীতে আছেন দীপিকা পাডুকোন। এছাড়াও এবার শাহরুখ রাজকুমার হিরানির সঙ্গে কাজ করতে চলেছেন। কিছুদিন আগেই এই তথ্য প্রকাশ্যে এসেছে। ছবির নাম ডানকি। শাহরুখের বিপরীতে আছেন তাপসী পান্নু।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 24, 2022 1:05 PM IST