Rocky Aur Rani Kii Prem Kahani Teaser: 'রকি অউর রানি কি প্রেমকাহিনি '-র টিজার প্রকাশ্যে, করণকে যা বললেন শাহরুখ...

Last Updated:

Rocky Aur Rani Kii Prem Kahani Teaser: অবশেষে অপেক্ষার অবসান৷ প্রকাশ্যে এল 'রকি অউর রানি কি প্রেমকাহিনি'-র টিজার৷ বলিউডের কিং খান নিজে করণের ছবির টিজার পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন৷

মুম্বই: অবশেষে অপেক্ষার অবসান৷ প্রকাশ্যে এল ‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’-র টিজার৷ বহুদিন পর এই ছবির হাত ধরেই পরিচালনায় ফিরছেন করণ জোহর৷ নতুন যে বড় কোনও চমক নিয়েই তিনি ফিরছেন তা সকলেই ধরে নিয়েছেন৷ তার উপর আবার রণবীর সিং এবং আলিয়া ভাটের জুটিকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে রয়েছেন ভক্তরা৷
‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’ ছবির টিজার দেখেই উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের৷ মাত্র ১ মিনিট ১৮ সেকেন্ডের টিজারে করণের রকি ও রানির প্রেমের গল্প ফুটিয়ে তুলেছেন৷ করণ জোহরের সিনেমা মানেই বিরাট বড় ফিল্মি সেট, বরফের মধ্যে শিফন শাড়িতে নায়িকা৷ সম্পর্কের নানা দিক ও রং ফুটে উঠেছে টিজারে৷ ঠিক যেন চেনা সেই ফ্যামিলি ড্রামা৷ বলিউডের কিং খান নিজে করণের ছবির টিজার পোস্ট করে শুভেচ্ছা জানান৷ তিনি লেখেন, ‘পরিচালক হিসেবে ২৫ বছর পার৷ তুমি অনেকটা পথ হেঁটে এসেছ৷ তোমার বাবা ও আর আমার বন্ধু টম আঙ্কেল নিশ্চয় আজ তোমায় কোথা থেকে দেখছেন এবং তোমাকে নিয়ে ভীষণ গর্ববোধ করছেন৷ উনি সবসময়েই তোমাকে বেশি বেশি ছবি তৈরির কথা বলতেন এবং আমরা এটাও জানি যে তুমি সেটা পারো৷ এখানেই শেষ নয়, ছবির প্রশংসা করে শাহরুখ আরও লেখেন, ছবির টিজার দেখে মন ভরে গেল৷ খুব ভাল লাগছে৷ তোমার জন্য অনেক অনেক ভালবাসা এবং পুরো টিমের জন্য অনেক শুভেচ্ছা’৷
advertisement
advertisement
দেখতে দেখতে বলিউডের ২৫ বছর পার করে ফেললেন করণ জোহর৷ ভায়াকম ১৮ এবং ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় আসছে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’৷ প্রতিবারের নতো এবারও রোম্যান্টিক ছবি ভক্তদের উপহার দিতে চলেছেন পরিচালক৷ আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আলিয়া ও রণবীর অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rocky Aur Rani Kii Prem Kahani Teaser: 'রকি অউর রানি কি প্রেমকাহিনি '-র টিজার প্রকাশ্যে, করণকে যা বললেন শাহরুখ...
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement