Suhana Khan: এই বিশেষ কারণেই সুহানাকে নিয়ে প্রচন্ড গর্বিত শাহরুখ, জানলে অবাক হবেন

Last Updated:
Suhana Khan: মেয়ে সুহানাকে নিয়ে প্রচন্ড গর্বিত বাবা শাহরুখ খান৷ ফাদার্স ডে-র দিন মেয়েকে নিয়ে গর্বের কথা শেয়ার করলেন শাহরুখ৷
1/5
শাহরুখ কন্যা সুহানা খান সর্বদাই শিরোনামে। যত দিন যাচ্ছে ততই লাইমলাইটে নজর কাড়ছেন মন্নত-এর রাজকুমারী। অভিনয় জগতে প্রবেশ না করে কীভাবে লাইমলাইটে থাকতে হয় তা বোধহয় সুহানার চেয়ে ভাল আর কেউ জানে না।
শাহরুখ কন্যা সুহানা খান সর্বদাই শিরোনামে। যত দিন যাচ্ছে ততই লাইমলাইটে নজর কাড়ছেন মন্নত-এর রাজকুমারী। অভিনয় জগতে প্রবেশ না করে কীভাবে লাইমলাইটে থাকতে হয় তা বোধহয় সুহানার চেয়ে ভাল আর কেউ জানে না।
advertisement
2/5
মেয়ে সুহানাকে নিয়ে প্রচন্ড গর্বিত বাবা শাহরুখ খান৷ ফাদার্স ডে-র দিন মেয়েকে নিয়ে গর্বের কথা শেয়ার করলেন শাহরুখ৷ ব্রাজিলের সাও পাওলোতে চলছে নেটফ্লিক্সের টুডুম ফেস্টিভ্যাল৷ সেখানেই মুক্তি পেল শাহরুখ কন্যার ডেবিউ ছবি 'দ্য আর্চিজ'-এর নতুন টিজার৷
মেয়ে সুহানাকে নিয়ে প্রচন্ড গর্বিত বাবা শাহরুখ খান৷ ফাদার্স ডে-র দিন মেয়েকে নিয়ে গর্বের কথা শেয়ার করলেন শাহরুখ৷ ব্রাজিলের সাও পাওলোতে চলছে নেটফ্লিক্সের টুডুম ফেস্টিভ্যাল৷ সেখানেই মুক্তি পেল শাহরুখ কন্যার ডেবিউ ছবি 'দ্য আর্চিজ'-এর নতুন টিজার৷
advertisement
3/5
 সুহানার প্রথম ছবির টিজার দেখেই আপ্লুত শাহরুখ খান৷  মেয়েকে টুইটে জানান, 'ফাদার্স ডে-তে আমার বেবিকে অনেক অনেক শুভেচ্ছা৷ এবং ছবির প্রত্যেক বেবিকেই আমার অনেক অনেক অভিনন্দন৷ টাইগার বেবিকেও'৷
সুহানার প্রথম ছবির টিজার দেখেই আপ্লুত শাহরুখ খান৷ মেয়েকে টুইটে জানান, 'ফাদার্স ডে-তে আমার বেবিকে অনেক অনেক শুভেচ্ছা৷ এবং ছবির প্রত্যেক বেবিকেই আমার অনেক অনেক অভিনন্দন৷ টাইগার বেবিকেও'৷
advertisement
4/5
শাহরুখের এই টুইটে কিং খানের ভক্তরাও কমেন্টে ভরিয়ে দিয়েছেন৷  সকলেই শাহরুখের মেয়ের সুহানার অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে মুখিয়ে রয়েছেন৷
শাহরুখের এই টুইটে কিং খানের ভক্তরাও কমেন্টে ভরিয়ে দিয়েছেন৷ সকলেই শাহরুখের মেয়ের সুহানার অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে মুখিয়ে রয়েছেন৷
advertisement
5/5
ব্রাজিলের অনুষ্ঠানে সকলের সঙ্গে ফাটিয়ে পারফর্ম করেছেন সুহানা৷ সুনো গানের সঙ্গে সুহানার নাচ সকলের মন কেড়ে নিয়েছে৷ তারপরই ছবির টিজার মুক্তি পেয়েছে৷ যেখানে ভেরোনিকার লুকে দেখা গিয়েছে মন্নতের রাজকুমারীকে৷
ব্রাজিলের অনুষ্ঠানে সকলের সঙ্গে ফাটিয়ে পারফর্ম করেছেন সুহানা৷ সুনো গানের সঙ্গে সুহানার নাচ সকলের মন কেড়ে নিয়েছে৷ তারপরই ছবির টিজার মুক্তি পেয়েছে৷ যেখানে ভেরোনিকার লুকে দেখা গিয়েছে মন্নতের রাজকুমারীকে৷
advertisement
advertisement
advertisement