Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে ধামাকাদার 'পারফরম্যান্স' রিহানার, উঠে দাঁড়িয়ে গলা মেলালেন শাহরুখ, দেখুন ভিডিও
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রথম দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে দিয়েছেন পপতারকা রিহানা৷ জমকালো রাতের অনুষ্ঠানে গান গেয়ে ধামাকাদার পারফরম্যান্স দিয়েছেন রিহানা৷ যেখানে শাহরুখ খানকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিহানার গান গাইতে দেখা গেছে৷ পাশে বসে রিহানার অনুষ্ঠান উপভোগ করছিলেন গৌরী খান৷
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বহু প্রতীক্ষিত প্রাক-বিবাহের অনুষ্ঠান নিয়ে গুজরাটের জামনগরে এখন টানটান উত্তেজনা৷ ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট প্রাক বিবাহের অনুষ্ঠান শুরু হয়েছে গতকাল অর্থাৎ ১ মার্চ থেকে৷ ১-৩ তারিখ গুজরাতের জামনগরে রিলায়েন্স গ্রিনস-এ অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহের একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে৷ নাচ, গান, কার্নিভালের মজা সবটাই থাকছে তাঁদের অনুষ্ঠানে৷ বহু প্রতীক্ষিত এই প্রাক-বিবাহ বাসরের প্রথম সন্ধ্যার মূল আকর্ষণ ছিল রিহানার পারফরম্যান্স। আর সেই মুহূর্তের বিভিন্ন ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রথম দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে দিয়েছেন পপতারকা রিহানা৷ জমকালো রাতের অনুষ্ঠানে গান গেয়ে ধামাকাদার পারফরম্যান্স দিয়েছেন রিহানা৷ সেখানে উপস্থিত ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান ও স্ত্রী গৌরী খান৷ সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখকে রিহানার অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেছে৷
Shah Rukh Khan & Gauri Khan enjoying Rihanna’s performance last night at Anant Ambani & Radhika Merchant Pre Wedding Celebrations ♥️✨#ShahRukhKhan #GauriKhan #AnantRadhikaWedding #Rihanna pic.twitter.com/EQiCZFs1Oh
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) March 2, 2024
advertisement
advertisement
শাহরুখের ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখ খানকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিহানার গান গাইতে দেখা গেছে৷ পাশে বসে রিহানার অনুষ্ঠান উপভোগ করছিলেন গৌরী খান৷ শাহরুখকে কালো পোশাক মাথায় পনি টেল বেঁধে দেখা গেছে৷ অন্যদিকে নিয়ন-সবুজ গ্লিটারি সি-থ্রু পোশাকে অসাধারণ দেখাচ্ছিল পপ-সম্রাজ্ঞীকে। সেই আউটফিটের সঙ্গে একটি লম্বা লাল রঙের কেপ দিয়ে লেয়ারিংও করেছিলেন রিহানা।
advertisement
রাধিকা-অনন্তের এই প্রাক-বিবাহ উৎসবের আসরে বসেছে চাঁদের হাট। শাহরুখ ছাড়াও, সালমান খান, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, সাইফ আলি খান, কারিনা কাপুর খান, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুর সহ আরও বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটি অনন্ত এবং রাধিকার প্রাক-বিবাহ উৎসবের জন্য জামনগরে পৌঁছেছেন৷ এছাড়াও জাহ্নবী কাপুর, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর এবং আলিয়া ভাটও মেগা ব্যাশে অংশ নিচ্ছেন।
advertisement
তিন দিনব্যাপী এই প্রাক-বিবাহ উৎসবে এক-এক দিন রাখা হচ্ছে এক-এক রকম থিম। প্রথম দিনের থিম ‘অ্যান ইভনিং ইন এভারল্যান্ড’। ফলে ড্রেস কোড থাকছে ‘এলিগ্যান্ট ককটেল’। আবার দ্বিতীয় দিনের থিম ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড’। ফলে থাকছে ‘জাঙ্গল ফিভার’ ড্রেস কোড। আর ওই দিনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে জামনগরে আম্বানিদের অ্যানিম্যাল রেসকিউ সেন্টারের বাইরে। ফলে আরামদায়ক পোশাক এবং জুতো পরার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর ‘মেলা রুজ’-এর জন্য অতিথিদের বদলে ফেলতে হবে সাফারি-থিমের আউটফিট। এর জন্য ড্রেস কোড রাখা হয়েছে ‘ড্যাজলিং দেশি রোমান্স’। এক্ষেত্রে দক্ষিণ এশীয় পোশাক পরতে হবে সকল আমন্ত্রিতকে। আর শেষ দিনে রয়েছে দু’টি বড় অনুষ্ঠান। এর মধ্যে প্রথমটি হল ‘টাস্কার ট্রেলস’। এক্ষেত্রে ড্রেস কোড হতে চলেছে ক্যাজুয়াল চিক। শেষ পার্টির নাম ‘হস্তাক্ষর’। সন্ধ্যার এই অনুষ্ঠানের ড্রেস কোড হল দুর্দান্ত ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 2:40 PM IST