Dunki-Shah Rukh Khan: হেরেছে শীত, জয়ী শাহরুখ! মাইনাস তাপমাত্রাকে বুড়ো আঙুল? ‘ ডাংকি’ দেখতে কাশ্মীরের সিনেমা হলে ভক্তদের ঢল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
প্রবল ঠান্ডাতেই শাহরুখ খানের নতুন ছবি ‘ডাঙ্কি’ দেখতে সিনেমা হলে উপচে পড়ল ভক্তদের ভিড়।
তিনি বলিউডের বাদশা। ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর ‘ ডাংকি ’ নিয়ে ভক্তদের উন্মাদনা প্রতি মুহূর্তে প্রমাণ দিচ্ছে এ কথার। তেমনই এক ছবি ধরা পড়ল কাশ্মীরে। প্রবল ঠান্ডাতেই শাহরুখ খানের নতুন ছবি ‘ডাংকি’ দেখতে সিনেমা হলে উপচে পড়ল ভক্তদের ভিড়।
দেশজুড়ে দাপট দেখাচ্ছে শীত। প্রবল ঠান্ডায় কাঁপছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। বরফে ঢেকেছে ভূস্বর্গ। তাপমাত্রার পারদ মাইনাসে। কিন্তু তাতেও বিন্দুমাত্র ফিকে হয়নি শাহরুখ ম্যাজিক। শৈত্য প্রবাহকে বুড়ো আঙুল দেখিয়ে হাউসফুল শ্রীনগরের সিনেমা হল।
advertisement
advertisement
‘ডাঙ্কি’ দেখতে লম্বা লাইন শাহরুখ ভক্তদের। ‘পাঠান’-এর মুক্তির পরেও দেখা গিয়েছিল একই চিত্র। বহুদিন পর ফের হাউসফুল হয়েছিল জম্বু-কাশ্মীরের সিনেমা হলগুলি। অবশ্য এই ছবির সঙ্গে সরাসরি কাশ্মীর যোগও রয়েছে।
‘ডাঙ্কি’র শ্যুটিংয়ের জন্য শাহরুখ পৌঁছেছিলেন কাশ্মীরে। বরফে ঢাকা ভূস্বর্গে তাপসীর সঙ্গে একটি দোকানে কেনাকাটা করছেন বাদশা। শ্যুটিংয়ের সেই দৃশ্যও বর্তমানে ইন্টারনেটে ভাইরাল। লাল জ্যাকেট পরেছিলেন শাহরুখ। তাপসীকে দেখা যায় সাদা পোশাকে। জানা যায় কাশ্মীরের সোনমার্গে ছবির একটি বিশেষ অংশের শ্যুটিং সেরেছিলেন শাহরুখ, তাপসী এবং ভিকি কৌশল।
advertisement
‘ডাংকি’তে শাহরুখ প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন। ছবিটিতে তাপসী পান্নু এবং ভিকি কৌশলকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে। এখন দেখার পালা বলিউডের বাদশা তিনি ‘ডাংকি’ দিয়ে তাঁর আগের ছবিগুলির রেকর্ড ব্রেক করতে পারেন কিনা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 21, 2023 4:17 PM IST