Abhishek- Aishwarya: ‘ঐশ্বর্যর চেয়ে অভিষেক ভাল’! ভাইয়ের বউকে খোঁচা শ্বেতার? ঝামেলার মাঝেই অমিতাভ-কন‍্যার মন্তব‍্য ঘিরে চর্চা তুঙ্গে

Last Updated:

শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে নাকি মোটেই বনিবনা নেই ঐশ্বর্যর। তার মাঝেই ভাইরাল ঐশ্বর্য এবং অভিষেককে নিয়ে করা শ্বেতার মন্তব‍্য।

‘ঐশ্বর্যর চেয়ে অভিষেক ভাল’! ভাইয়ের বউকে খোঁচা শ্বেতার? ঝামেলার মাঝেই অমিতাভ-কন‍্যার মন্তব‍্য ঘিরে চর্চা তুঙ্গে
‘ঐশ্বর্যর চেয়ে অভিষেক ভাল’! ভাইয়ের বউকে খোঁচা শ্বেতার? ঝামেলার মাঝেই অমিতাভ-কন‍্যার মন্তব‍্য ঘিরে চর্চা তুঙ্গে
বচ্চন পরিবারের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন অব‍্যাহত। বচ্চন বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন ঐশ্বর্য। মেয়েকে নিয়ে আলাদা থাকছেন। এমন কানাঘুষো বলিপাড়ায়। শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে নাকি মোটেই বনিবনা নেই ঐশ্বর্যর। তার মাঝেই ভাইরাল ঐশ্বর্য এবং অভিষেককে নিয়ে করা শ্বেতার মন্তব‍্য।
‘কফি উইথ করণ’-এর একটি এপিসোডে অতিথি হয়ে এসেছিলেন অভিষেক বচ্চন এবং শ্বেতা বচ্চন। এই এপিসোডে উঠে আসে বচ্চন বাড়ির একাধিক গোপণ কথা। বৌমা ঐশ্বর্যর সঙ্গে ননদ শ্বেতার সম্পর্ক ঠিক কেমন তার একটা ঝলকও দেখতে পাওয়া গিয়েছিল। এই এপিসোডেই করণ শ্বেতাকে করণ প্রশ্ন করেন, ‘‘কে ভাল অভিনয় ঐশ্বর্য নাকি অভিষেক?’’ করণের প্রশ্নে শ্বেতার সটান উত্তর অভিষেক।
advertisement
advertisement
ঐশ্বর্যর কোন একটি ব‍্যবহার মোটেই পছন্দ নয় শ্বেতার? করনের এই প্রশ্নের উত্তরে অমিতাভ কন‍্য জানান, নায়িকাকে একবার ফোন করলে পরের বার ফোন করতে তিনি নাকি অতিরিক্ত সময় নেন।
অবশ‍্য ঐশ্বর্যর কোন গুণ পছন্দের শ্বেতা। করণের শো-তে তাও জানিয়েছিলেন বচ্চন কন‍্যা। তিনি বলেন, ‘‘ঐশ্বর্য নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করছেন, অত‍্যন্ত শক্তিশালী নারী এবং একজন অসাধারণ মা।’’
advertisement
২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন অভিষেক এবং ঐশ্বর্য। তারপর থেকেই বহুবার দু’জনের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম হয়েছে বি-টাউন। যদিও প্রতিবারই ভুল প্রমাণিত হয়েছে। ঐশ্বর্যর জন্মদিনের বচ্চন পরিবারের কারও শুভেচ্ছা না জানান দিয়েই বিচ্ছেদের জল্পনা শুরু হয়।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek- Aishwarya: ‘ঐশ্বর্যর চেয়ে অভিষেক ভাল’! ভাইয়ের বউকে খোঁচা শ্বেতার? ঝামেলার মাঝেই অমিতাভ-কন‍্যার মন্তব‍্য ঘিরে চর্চা তুঙ্গে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement