Sunny Deol-Dimple Kapadia: সানি দেওলের সঙ্গে অক্ষয়ের শাশুড়ির ছবি ফাঁস! সানি-ডিম্পলের পুরনো ‘প্রেম’ কি জোড়া লাগছে

Last Updated:
ইন্ড্রাস্ট্রির অন্দরে কানাঘুষো, সানির সঙ্গে সম্পর্কের জন‍্যই নাকি ভেঙে যায় রাজেশ খান্না এবং ডিম্পলের সংসার।
1/9
একসময় দুই তারকার প্রেম নিয়ে চর্চা চলেছিল বলিপাড়া জুড়ে। বহুবছর পর ফের একসঙ্গে ক‍্যামেরা বন্দি হলেন সানি দেওল এবং ডিম্পল কাবাডিয়া। ইন্ড্রাস্ট্রির অন্দরে কানাঘুষো, সানির সঙ্গে সম্পর্কের জন‍্যই নাকি ভেঙে যায় রাজেশ খান্না এবং ডিম্পলের সংসার।
একসময় দুই তারকার প্রেম নিয়ে চর্চা চলেছিল বলিপাড়া জুড়ে। বহুবছর পর ফের একসঙ্গে ক‍্যামেরা বন্দি হলেন সানি দেওল এবং ডিম্পল কাবাডিয়া। ইন্ড্রাস্ট্রির অন্দরে কানাঘুষো, সানির সঙ্গে সম্পর্কের জন‍্যই নাকি ভেঙে যায় রাজেশ খান্না এবং ডিম্পলের সংসার।
advertisement
2/9
এত বছর পর আবার একসঙ্গে একটি স্বাস্থ‍্যকেন্দ্রের বাইরে দেখা মিলল দুই তারকার। ক‍্যামেরা দেখেই খানিকটা অস্বস্তিও ধরা পড়ল দুজনের চোখেমুখে।
এত বছর পর আবার একসঙ্গে একটি স্বাস্থ‍্যকেন্দ্রের বাইরে দেখা মিলল দুই তারকার। ক‍্যামেরা দেখেই খানিকটা অস্বস্তিও ধরা পড়ল দুজনের চোখেমুখে।
advertisement
3/9
১৯৮৪ সালে সানির সঙ্গে ‘মঞ্জিল মঞ্জিল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ডিম্পল এবং সানি। এর পর ‘অর্জুন’, ‘আগ কা গোলা’, ‘নরসিমহা’-র মতো একাধিক সফল ছবিতে দেখা যায় এই জুটিকে।
১৯৮৪ সালে সানির সঙ্গে ‘মঞ্জিল মঞ্জিল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ডিম্পল এবং সানি। এর পর ‘অর্জুন’, ‘আগ কা গোলা’, ‘নরসিমহা’-র মতো একাধিক সফল ছবিতে দেখা যায় এই জুটিকে।
advertisement
4/9
শোনা যায়, সেই সময় থেকেই নাকি একে অপরের প্রেমে মজেছিলেন সানি এবং ডিম্পল। তবে পারিবারিক টানাপোড়েনের কারণেই নাকি পরিণতি পায়নি তাঁদের সম্পর্ক।
শোনা যায়, সেই সময় থেকেই নাকি একে অপরের প্রেমে মজেছিলেন সানি এবং ডিম্পল। তবে পারিবারিক টানাপোড়েনের কারণেই নাকি পরিণতি পায়নি তাঁদের সম্পর্ক।
advertisement
5/9
দুই সন্তানের মা ডিম্পলের সঙ্গে সানির সম্পর্ক মোটেই ভালভাবে মেনে নেয়নি দেওল পরিবার। অভিনেতার প্রেমের গুঞ্জন সম্পর্কে জানতে পেরে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিলেন সানির স্ত্রী।
দুই সন্তানের মা ডিম্পলের সঙ্গে সানির সম্পর্ক মোটেই ভালভাবে মেনে নেয়নি দেওল পরিবার। অভিনেতার প্রেমের গুঞ্জন সম্পর্কে জানতে পেরে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিলেন সানির স্ত্রী।
advertisement
6/9
সানি এবং ডিম্পলের সম্পর্ক নিয়ে একসময় বলিউডে চলেছে জোর চর্চা। ডিম্পলের দুই মেয়েও নাকি এই সম্পর্ক নিয়ে জানতেন। তবে, সানির সঙ্গে শেষ পর্যন্ত বেশিদূর গড়ায়নি ডিম্পলের চর্চিত প্রেম।
সানি এবং ডিম্পলের সম্পর্ক নিয়ে একসময় বলিউডে চলেছে জোর চর্চা। ডিম্পলের দুই মেয়েও নাকি এই সম্পর্ক নিয়ে জানতেন। তবে, সানির সঙ্গে শেষ পর্যন্ত বেশিদূর গড়ায়নি ডিম্পলের চর্চিত প্রেম।
advertisement
7/9
কিন্তু বিচ্ছেদ সত‍্যিই হয়েছে কি? এর আগেও বেশ কয়েকবার বিদেশে ক‍্যামেরা বন্দি হয়েছে দু'জনে।
কিন্তু বিচ্ছেদ সত‍্যিই হয়েছে কি? এর আগেও বেশ কয়েকবার বিদেশে ক‍্যামেরা বন্দি হয়েছে দু'জনে।
advertisement
8/9
সানির ছবি ‘গদর ২’ মুক্তি পাওয়ার পর এক প্রযোজকের সঙ্গেও দু'জনকে দেখা করেছেন বলেই শোনা যায়। এবার একসঙ্গে চোখের ডাক্তারের কাছে গিয়েছিলেন সানি এবং ডিম্পল বলেই সূত্রের খবর। তবে দুই তারকাকে একসঙ্গে দেখে ক‍্যামেরা তাক করতেই অপ্রস্তুত হয়ে পড়েন দু'জনে।
সানির ছবি ‘গদর ২’ মুক্তি পাওয়ার পর এক প্রযোজকের সঙ্গেও দু'জনকে দেখা করেছেন বলেই শোনা যায়। এবার একসঙ্গে চোখের ডাক্তারের কাছে গিয়েছিলেন সানি এবং ডিম্পল বলেই সূত্রের খবর। তবে দুই তারকাকে একসঙ্গে দেখে ক‍্যামেরা তাক করতেই অপ্রস্তুত হয়ে পড়েন দু'জনে।
advertisement
9/9
এবার একসঙ্গে চোখের ডাক্তারের কাছে গিয়েছিলেন সানি এবং ডিম্পল বলেই সূত্রের খবর। তবে দুই তারকাকে একসঙ্গে দেখে ক‍্যামেরা তাক করতেই অপ্রস্তুত হয়ে পড়েন দু'জনে।
এবার একসঙ্গে চোখের ডাক্তারের কাছে গিয়েছিলেন সানি এবং ডিম্পল বলেই সূত্রের খবর। তবে দুই তারকাকে একসঙ্গে দেখে ক‍্যামেরা তাক করতেই অপ্রস্তুত হয়ে পড়েন দু'জনে।
advertisement
advertisement
advertisement