তৈমুরকে চুমু খেয়ে সোনার মেডেল পরিয়ে দিলেন শাহরুখ খান, কারণ চমকপ্রদ! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
রবিবার করিনা কাপুর খান ও সইফ আলি খানের বড় ছেলে তৈমুর তাইকোনডো প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সেখানে ছিলেন শাহরুখ খানের ছোট ছেলে আব্রামও।
#মুম্বই: রবিবার করিনা কাপুর খান ও সইফ আলি খানের বড় ছেলে তৈমুর তাইকোনডো প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সেখানে ছিলেন শাহরুখ খানের ছোট ছেলে আব্রামও। সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিওতে দেখা গিয়েছে করিনার ছেলে তৈমুরকে কপালে চুমু খেয়ে মেডেল পরিয়ে দিচ্ছেন শাহরুখ খান। বিশেষ অতিথি হয়ে এবং প্রতিযোগীদের তারকা বাবা-মায়েরা সকলেই সেখানে হাজির ছিলেন। ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
বলিউড বাদশা শাহরুখ খান রবিবার মুম্বইতে তাইকোনডো টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। তাইকোনডো একটি মার্শাল আর্ট প্রতিযোগিতা। এটি যুদ্ধ কৌশল, আত্মরক্ষা, খেলাধুলা, ব্যায়াম এবং কিছু কিছু ক্ষেত্রে ধ্যান এবং দর্শন শেখায়। অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্বও পালন করেছিলেন শাহরুখ খান। 'সইফিনা' জুটিরও দেখা মিলল সেখানে। তাঁদের সঙ্গেই ছিল পুত্র তৈমুর আলি খান।
advertisement
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: কোটি কোটি টাকা উদ্ধারের গল্প বলবে 'সিটি অফ জ্যাকেলস', দেখুন
জানা গিয়েছে, শাহরুখের ছেলে আব্রাম এবং তৈমুর সেই প্রশিক্ষণ কেন্দ্রে তাইকোন্ডো শেখে। সেখানেই একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা। সন্তানদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন তাদের অভিভাবকরা। কয়েক ঘণ্টা আগেই ছেলে জেহকে নিয়ে লন্ডন থেকে ফিরেছেন করিনা কাপুর খান। হনসল মেহতার ছবির শ্যুটের জন্য দেশের বাইরে যেতে হয়েছিল তাঁকে। ফিরেই ছেলে তৈমুরের জন্য ছুটে গিয়েছেন শহরের সেই প্রশিক্ষণ কেন্দ্রে।
advertisement
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহরুখের স্ত্রী গৌরী খান, বড় ছেলে আরিয়ান খান এবং মেয়ে সুহানা খান-সহ শাহরুখের পুরো পরিবার। করিনা-সইফের সঙ্গে সেখানে ছিলেন করিশমা কাপুর ও ছেলে কিয়ান। আগামী বছর মুক্তি পাবে শাহরুখের 'পাঠান'। এ ছাড়াও তাঁর ঝুলিতে আছে 'পাঠান', 'ডানকি'র মতো ছবি। এ ছাড়াও অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'-এ অল্প সময়ের জন্য দেখা গিয়েছে তাঁকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2022 2:13 PM IST