কোটি কোটি টাকা উদ্ধারের গল্প বলবে 'সিটি অফ জ্যাকেলস', দেখুন

Last Updated:

পরিচালক সুজিত দত্ত  জানান, 'সিটি অফ জ্যাকেলস' আসলে একটি ক্রাইম ড্রামা।

সিটি অফ জ্যাকেলস-এর কলাকুশলীরা
সিটি অফ জ্যাকেলস-এর কলাকুশলীরা
#কলকাতা: অর্থই যে অনর্থের মূল, তা সম্প্রতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। সেই অর্থকেই উপজীব্য করে কয়েক বছর আগেই তৈরি হয়েছিল বাংলা ছবি 'সিটি অফ জ্যাকেলস'। তবে অতিমারির কারণে মুক্তির আলো দেখতে পাইনি বাস্তববাদী এই ছবিটি।
সব জট কাটিয়ে এবার মুক্তির আলো দেখতে চলেছে সুজিত দত্ত পরিচালিত এই ছবিটি। আগামী মাসে প্রেক্ষাগৃহে আসতে চলেছে 'সিটি অফ জ্যাকেলস'। তার আগে মুক্তি পেল ছবির টিজার। অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক প্রযোজক-সহ ছবির অন্যতম দুই অভিনেতা জয় সেনগুপ্ত ও সায়নী ঘোষ।
advertisement
advertisement
নিয়োগ দুর্নীতির জট ছাড়াতে গিয়ে কোটি কোটি টাকা উদ্ধার নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল,  সেই টাকা নিয়েই কয়েক বছর আগে ছবির প্লট সাজিয়েছিলেন পরিচালক সুজিত দত্ত। ছবিতে শ্রেণি বৈষম্য ও শ্রেণি সংগ্রামের চিরাচরিত ইতিহাস প্রকট। অভিনেত্রী সায়নী ঘোষের মতে, "ছবিতে অর্থকে ঘিরে নানা ক্রাইসিস উঠে এসেছে। আমি আমার ক্ষুদ্র জীবন দিয়ে বুঝেছি যে টাকা উপার্জনের দুটি পথ রয়েছে শর্টকাটের মাধ্যমে উপার্জিত অর্থ কখনও স্থায়ী হয় না। তাই সৎ পথে দেরি করে হলেও উপার্জনের আনন্দ ও তৃপ্তি আলাদা। ছবিতে দুটি শ্রেণি রয়েছে। উচ্চবিত্ত ও নিম্নবিত্ত। অর্থের অর্থ একেক জনের কাছে একেক রকম। সমাজের উঁচু তলার লোকেরা চান কিভাবে তার অর্থকে দ্বিগুণ তিন গুণ করা যায়। আর নিম্নবিত্তদের কাছে হঠাৎ করে অর্থ চলে এলে তারা ভাবেন কী করে খরচ করবেন। এরকম বিষয়বস্তুর চারদিকে ঘোরাফেরা করছে আমাদের ছবির চিত্রনাট্য" ।
advertisement
অভিনেতা জয় সেনগুপ্ত স্পষ্ট-উত্তর, "ছবিটি অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ এই ছবিতে ক্লাস স্ট্রাগল যেমন রয়েছে তেমনি তুলে ধরা হয়েছে সমাজের অবহেলিত অংশকে। সাধারণ খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষজন যারা আমাদের সমাজের অঙ্গ হলেও তাদের নিয়ে কারও ভাবনা-চিন্তা নেই। তারা অতীতেও অবহেলিত ছিলেন আজও অবহেলিত। সব কিছুর মধ্যে দিয়ে এই ছবিতে একটা সুন্দর বার্তা রয়েছে।"
advertisement
আরও পড়ুন: ট্রেন থেকে উধাও! অসমের কিশোরকে ঘিরে আতঙ্ক, মালদহ টাউন স্টেশনে বাড়ছে রহস্য
এই বিষয়ে ছবির পরিচালক সুজিত দত্ত  জানান, "'সিটি অফ জ্যাকেলস"' আসলে একটি ক্রাইম ড্রামা। একটা টান টান থ্রিলার রয়েছে এই ছবিতে। এই ছবির মধ্যে দিয়ে একজন নিতান্ত সাধারণ মানুষ, বঞ্চিত শ্রেণির একজন মানুষের জীবনে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনাবলী তুলে ধরার চেষ্টা করেছি।। টাকা একদিকে মানুষকে যেমন স্বপ্ন দেখতে শেখায় অন্যদিকে  শুধুমাত্র টাকা যে মানুষকে অন্ধকার, অসৎ পরিস্থিতিতে দাঁড় করাতে পারে, সেই কঠিন বাস্তব দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।। এই ছবিতে টাকা অন্যতম এক কেন্দ্রীয় চরিত্র বলা যায়।। নভেম্বর মাসেই বড় পর্দায় আসছে এই ছবি।। আশা করি সকলের খুব ভাল লাগবে।।" "সিটি অফ জ্যাকেলস" মুক্তি পাবে আগামী নভেম্বর মাসে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কোটি কোটি টাকা উদ্ধারের গল্প বলবে 'সিটি অফ জ্যাকেলস', দেখুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement