Shah Rukh Khan I Don 3: শাহরুখকে সরিয়ে তাঁর জায়গা নিলেন বলিউড তারকা! এবার ‘ডন’ হিসেবে দেখা দেবেন কে, বড় ঘোষণা

Last Updated:

Shah Rukh Khan I Don 3: ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে দেখা যাবে না শাহরুখকে। পরিচালক ফারহান এবং প্রযোজক রীতেশ ইতিমধ্যেই এই ছবি নিয়ে শাহরুখের সঙ্গে বৈঠক করেছেন তবে শাহরুখ নাকি এই ছবিতে অভিনয় করতে ইচ্ছুক নন।

শাহরুখ খান
শাহরুখ খান
মুম্বই: শাহরুখ খানকে সরিয়ে তাঁর জায়গা নিলেন বলিউডের আর এক বড় তারকা। ‘ডন ৩’-তে আর দেখা দেবেন না বাদশা। সে খবর আগেই প্রকাশ পেয়েছিল। তখনই শাহরুখ-ভক্তদের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। এবার সেই কালজয়ী চরিত্রে নতুন নায়ক! নিউজ18-এর নয়া রিপোর্টে জানা গিয়েছে সেই অভিনেতার নাম।
ফারহান আখতার প্রোডাকশন হাউজ এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে সেই অভিনেতার পুরনো গাঁটছড়া। ‘দিল ধরকনে দো’, ‘গাল্লি বয়’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। হ্যাঁ, তিনি রণবীর সিং। দীপিকা পাড়ুকোনের স্বামী। তাঁকেই নাকি এবার অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান অভিনীত চরিত্রে দেখা যাবে। সূত্রের খবর, রণবীরের সঙ্গে চূডান্ত কথাবার্তা হয়ে গিয়েছে প্রযোজনা সংস্থার। প্রযোজক-পরিচালক ফারহান চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে দিয়েছেন।
advertisement
advertisement
এর আগেই জানা গিয়েছে, সফল এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে দেখা যাবে না শাহরুখকে। পরিচালক ফারহান এবং প্রযোজক রীতেশ সিদওয়ানি ইতিমধ্যেই এই ছবি নিয়ে শাহরুখের সঙ্গে বৈঠক করেছেন তবে শাহরুখ নাকি এই ছবিতে অভিনয় করতে ইচ্ছুক নন।
advertisement
অভিনেতার এক ঘনিষ্ঠ মুম্বইয়ের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই মুহূর্তে বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে শাহরুখ। যা সারা পৃথিবীর দর্শকই উপভোগ করতে পারবেন। আগামী কয়েক বছর তিনি যে ধরনের ছবি করতে চান, ‘ডন ৩’ সেই ধারার ছবি নয়। সেই কারণেই ‘ডন ৩’ থেকে সরে দাঁড়িয়েছেন ‘বাদশা’।
শাহরুখকেও নাকি জানানো হয়েছে যে তাঁর বদলে রণবীরকে পছন্দ করা হয়েছে এই চরিত্রের জন্য। খুব তাড়াতাড়িই একটি প্রচারমূলক ভিডিও মুক্তি পাবে বলা জানা গিয়েছে। প্রচারমূলক ভিডিওর জন্য শ্যুটও করে ফেলেছেন অভিনেতা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan I Don 3: শাহরুখকে সরিয়ে তাঁর জায়গা নিলেন বলিউড তারকা! এবার ‘ডন’ হিসেবে দেখা দেবেন কে, বড় ঘোষণা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement