Shah Rukh Khan: ৫৭-তেও ঝড় তুললেন SRK! পাঠান-এর তালে বিদ্যুৎ খেলে গেল, NMACC-তে সঙ্গী কারা? দেখুন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
৫৭-তেও ঝড় তুললেন SRK! সঙ্গী কারা?
মুম্বই: কখনও 'ঝুমে যো পাঠান' তো কখনও অস্কার জয়ী 'নাটু নাটু', একের পর এক হুকস্টেপে পা মিলিয়ে ৫৭ বছর বয়সেও স্টেজে ঝড় তুললেন শাহরুখ খান। বুঝিয়ে দিলেন আজও বলিউডের বাদশাহ তিনিই । নিতা মুকেশ আম্বানি (NMACC) কালচারাল ফ্যাশন গালায় সবার নজর কেড়ে নিলেন শাহরুখ একাই। অবশ্য তাঁর সঙ্গে ছিলেন আরও ২ অভিনেতা। রণবীর সিং ও বরুণ ধাওয়ান। দুই অভিনেতার সঙ্গেই পা মেলালেন 'ঝুমে যো পাঠান'-এ।
৫৭-তেও যেন বিদ্যুৎ খেলিয়ে দিলেন স্টেজ জুড়ে। বাদশাহর এনার্জি আর জ্বলজ্বলে উপস্থিতি দেখে তাক লেগে গেল দর্শকদের। 'আর আর আর' এর নাটু নাটু গানেও পা মেলাতে দেখা গেল বাদশাহকে। এমনকী শেষমেষ 'নাচো নাচো'র সুরে গলাও মেলান অভিনেতা।
advertisement
advertisement
advertisement
সম্পূর্ণ কালো পোশাকেই একের পরে এক হুকস্টেপে নাচলেন শাহরুখ খান । অন্যদিকে ট্যাং টপ পরে নজর কাড়লেন রণবীর ও বরুণও। তিন অভিনেতার এই নাচের দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্ট ঘিয়ে বয়ে গিয়েছে নেটিজেনদের কমেন্টার ঝড়। শাহরুখের এই নাচ দেখে আনন্দে আটখানা হয়েছেন শাহরুখ প্রেমীরা।
advertisement
আরও পড়ুন: বিচ্ছেদের পরেও কি থেকে যায় অনুভূতি? সম্পর্কের টানাপড়েন ও ভালবাসার গল্প নিয়ে আসছে আসছে 'ডিপ ফ্রিজ'
এই ইভেন্টে সপরিবারে উপস্থিত ছিলেন শাহরুখ খান। নিজের পরিবারের সঙ্গে তোলা সেই ছবিও প্রবল ঝড় তোলে নেট মাধ্যমে। শাহরুখ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেখা, সলমান খান, রশ্মিকা মদনানা, সিদ্ধার্থ মালহোত্রা, প্রিয়াঙ্গা চোপড়া, নিক জোনাস, দীপিকা পাড়ুকন, আলিয়া ভাট, দিশা পাটানি. জাহ্ণবী কাপুর, করিনা কাপুর খান, সাইফ আলি খান, করিশ্মা কাপুর, ভিকি কৌশল সহ এক ঝাঁক তারকা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2023 1:10 PM IST