Shah Rukh Khan: মন্নতে বিয়ের আসর বসানোর সরাসরি আবদার, ফ্যানকে পাল্টা কী বললেন শাহরুখ? চমকে যাবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan: শাহরুখ খানের এই বিলাসী বাড়িতে বিয়ে করতে চেয়ে অনেকেই প্রস্তাব দিয়েছেন নায়ককে।
মুম্বই: বলিউডের রোম্যান্সিং কিংয়ের পাশাপাশি নিজের রসকৌতুকের জন্যেও জনপ্রিয় শাহরুখ খান। সোশ্যাল মিডিয়া হোক বা কোনও ছবির প্রচারে সাক্ষাৎকার, শাহরুখের উত্তর সব সময়ই হয় নজরকাড়া। সম্প্রতি এক্স হ্যান্ডেলে ফের একবার ‘আস্কএসআরকে’ সেশনে বসেছিলেন শাহরুখ। আর সেখানেই অদ্ভুত প্রস্তাব এল তাঁর কাছে।
মুম্বইয়ে সমুদ্রের ধারে বান্দ্রায় শাহরুখ খানের বিলাসবহুল বাংলো রয়েছে মন্নত। শাহরুখ খানের এই বিলাসী বাড়িতে বিয়ে করতে চেয়ে অনেকেই প্রস্তাব দিয়েছেন নায়ককে। আর সেখানেই অদ্ভুত কিছু মজার উত্তর দিয়েছেন বাদশা। এক ফ্যানকে শাহরুখ জবাব দিয়েছেন, ‘বরযাত্রী যাওয়ার জন্য তোমার কাছে ঘোড়া আছে?’
Ghodha hai tere paas baraat nikalne ke liye….?? #Jawan https://t.co/kh52loznYj
— Shah Rukh Khan (@iamsrk) September 27, 2023
advertisement
advertisement
Bhai teri mushkilein aur badh jayengi. Main gaya toh tera patta saaf..!!! https://t.co/APhMjY2vo5
— Shah Rukh Khan (@iamsrk) September 27, 2023
Oh Sh#%. Coming sir…doston se baat kar raha tha!!! Sorry boys and girls have to rush now. Varna #Dunki se nikaal denge!!! Thanks for ur time boys and girls. See u in the theatres very very soon. Love u all. So much to do less time to talk to you….Muah. https://t.co/rpAYm2TwPu
— Shah Rukh Khan (@iamsrk) September 27, 2023
advertisement
আরও পড়ুন: সকালে খালি পেটে রাতভর ভেজানো খেজুর খান, মুক্তি মিলবে বহু রোগ থেকে!
আরেকজন ভক্তও শাহরুখকে বলেছেন, প্রেমিকার কাছে গিয়ে তাঁর হয়ে বিয়ের প্রস্তাব দিতে। সেই কথা শুনে শাহরুখ বলেছেন, ‘ভাই তোমার সমস্যা আরও বেড়ে যাবে, আমি গেলে তোমার আর কোনও সুযোগ থাকবে না’। ইন্ডাস্ট্রির নতুন বেঞ্চমার্ক যে আগামিতে ১০০০ কোটিই হতে চলেছে তা বুঝিয়ে দিলেন শাহরুখ খান। তাঁর জওয়ান ১০০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে গোটা বিশ্বে।
advertisement
আরও পড়ুন: শাহরুখের সঙ্গে খারাপ সম্পর্ক, বছরের পর বছর কথা নেই কেন? মুখ খুললেন নানা পাটেকর
জন্মাষ্টমীতে মুক্তি পেয়েছিল জওয়ান। তারপর থেকে বক্স অফিস জুড়ে একটাই নাম- শাহরুখ খান! চলতি বছরে দুটো ব্লকবাস্টার দিয়েই খান্ত হবেন না কিং খান। বছর শেষে ফের একবার আসবেন অনুরাগীদের দিতে বিনোদনের হাই ডোজ। মুক্তি পাওয়ার কথা রয়েছে ডাঙ্কি সিনেমাটির। প্রথমবার রাজকুমার হিরানির পরিচালনায় কাজ করবেন কিং খান, সিনেমার নায়িকা তাপসী পান্নু। এছাড়াও রয়েছেন ভিকি কৌশল, ধর্মেন্দ্র।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2023 1:51 PM IST