স্বাধীনতা দিবসের আগে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শাহরুখ খান, গৌরী খান, আরিয়ান এবং আব্রাহাম

Last Updated:

Shah Rukh Khan Gauri Khan: এই ছবি শেয়ার করে গৌরী লিখেছেন, "শুভ স্বাধীনতা দিবস।"

#মুম্বাই: শাহরুখ খান। বলিউডের 'কিং খান'। তাঁর সোশ্যাল মিডিয়ায় বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে। ভক্তরা তাঁকে ভীষণ ভালবাসে। আসন্ন সিনেমা পাঠানের মুক্তির জন্য অপেক্ষা করতে পারছেন না তাঁরাও। আজ, আমির খানের লাল সিং চাড্ডায় তাঁর ক্যামিও দেখার পরে নেটিজেনরা একত্র হয়ে টুইটারে #PathaanFirstDayFirstShow ট্রেন্ড করে। আগামীকাল ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। এটি প্রকৃতপক্ষে সমস্ত ভারতীয়দের জন্য একটি বিশেষ দিন। এসআরকে তাঁর পরিবারের সঙ্গে ত্রি-রঙা উত্তোলন করে।
View this post on Instagram

A post shared by Gauri Khan (@gaurikhan)

advertisement
advertisement
গৌরী খান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি সুন্দর পারিবারিক ছবি শেয়ার করেছেন। ছবিতে আমরা দেখতে পাচ্ছি গৌরী খান একটি সাদা রঙের ব্লেজার পরে মাঝখানে দাঁড়িয়ে আছেন কিং খান। গাঢ় নীল রঙের জিন্স পড়েছেন তিনি। একপাশে দাঁড়িয়ে শাহরুখ খান, তাঁর স্ত্রীর সঙ্গে টুইনিং করেছিলেন তিনি। তিনিও গাঢ় রঙের প্যান্টের সঙ্গে সাদা টি-টি পরেছিলেন। আব্রাম খান এবং আরিয়ান খান দুই প্রান্তে দাঁড়িয়ে সাদা টিস এবং নীল প্যান্টে পড়েছিলেন। পুরো পরিবার সাদা স্পোর্টস শু পড়েছিলেন। ভারতীয় পতাকা গৌরবের সঙ্গে ওড়াচ্ছেন তাঁরা। এই ছবি শেয়ার করে গৌরী লিখেছেন, "শুভ স্বাধীনতা দিবস।"
advertisement
শাহরুখ খানকে সম্প্রতি লাল সিং চাড্ডায় বছরের দ্বিতীয় সফল ক্যামিওতে দেখা গেছে। ভক্তরা টুইটারে #PathaanFirstDayFirstShow ট্রেন্ড করছেন। একজন ভক্ত লিখেছেন, “যেকোন পরিস্থিতিতে আসুক, আমরা একসাথে লড়াই করতে প্রস্তুত। কিছু না...আপনার ছবির থিয়েটার অভিজ্ঞতা নষ্ট করবে না, সবচেয়ে বিশেষ মুভি @iamsrk #PathaanFirstDayFirstShow দেখে।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্বাধীনতা দিবসের আগে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শাহরুখ খান, গৌরী খান, আরিয়ান এবং আব্রাহাম
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement