Shah Rukh Khan Fee in Jawan: 'জওয়ান' করার জন্য শাহরুখ কত পয়সা নিলেন? টাকার অঙ্কটা নাকি ১০০ কোটি! রয়েছে আরও হিসেব

Last Updated:

Shah Rukh Khan Fee in Jawan: প্রথমদিনেই সর্বকালের সবচেয়ে বড় বলিউড ওপেনার হয়ে বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে শাহরুখ খানের 'জওয়ান'।

শাহরুখ খান
শাহরুখ খান
মুম্বই: প্রথম দিন প্রথম শো থেকে বক্স অফিসে সাইক্লোন শুরু করেছে শাহরুখ খানের ছবি ‘জওয়ান’। ‘পাঠান’-এর পর ফের পর্দায় শাহরুখ ম‍্যাজিক। বহু অপেক্ষা পর অবশেষে গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত এই ছবিটি। শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত জওয়ান প্রি-টিকিট বুকিং-এ গড়েছিল রেকর্ড। কিন্তু প্রথমদিনে, সর্বকালের সবচেয়ে বড় বলিউড ওপেনার হয়ে বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে কিং খানের ‘জওয়ান’।
কোটি কোটি টাকা কামাচ্ছে এই ছবি। আর শাহরুখ খান কত টাকা নিয়েছেন এই ছবিটি করার জন্য? টাকার অঙ্কটা শুনলে কিন্তু মাথা ঘুরে যাবে। সম্প্রতি পাপারাৎজি অ্যাকাউন্ট ভরিন্দর চাওলার ইনস্টাগ্রামে একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে জানানো হয়েছে, জওয়ান করার জন্য শাহরুখ খান নিয়েছেন ১০০ কোটি টাকা। ছবির ৬০ শতাংশ লভ্যাংশও শাহরুখের। ছবিটির পরিবেশন রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও প্রযোজক স্ত্রী গৌরী খান।
advertisement
advertisement

 

 
 
 
View this post on Instagram
 
 
 

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

advertisement
আরও পড়ুন: চিরকাল ‘লুকিয়ে’ সইফ-সোহার বোন সাবা আলি খান, কিন্তু কেন? ২৭০০ কোটির মালকিন কী কাজ করেন?
জওয়ান করতে বিজয় সেতুপতি নিয়েছেন ২১ কোটি টাকা। নয়নতারা ১০ কোটি, সান্যা মালহোত্রা ও প্রিয়মণি ৩ কোটি এবং দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি টাকা। এদিকে জওয়ানের বক্স অফিস নম্বরও অবিশ্বাস্য় হয়ে উঠছে। যে পরিমান আয় করছে কিং খানের সিনেমা তা আগে কোনওদিন দেখেনি বলিউড। শনিবারে ব্যবসা বাড়ল প্রায় ৪০ শতাংশ।
advertisement
sacnilk.com-এর রিপোর্ট অনুসারে, ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মুক্তির দিন জওয়ান ভারতের বাজারে ব্যবসা করেছিল ৭৫ কোটির। যার মধ্যে ৫.৫ কোটি এসেছিল তামিল থেকে ও ৪ কোটি তেলেগু থেকে। তবে শুক্রবার খানিকটা কমেছিল আয়। টাকার অঙ্ক ছিল ৫৩.২৩ কোটি। তবে শনিবার ফের রেকর্ড টিকিট বিক্রি হল জওয়ানের। প্রাথমিক রিপোর্ট বলছে, ৭৪.৫ কোটি আয় করল শাহরুখ খানের জওয়ান। যার মধ্যে তামিলে ৫ কোটি, আর তেলেগুতে ৩.৫ কোটি। অর্থাৎ হিন্দিতে ৬৬ কোটি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan Fee in Jawan: 'জওয়ান' করার জন্য শাহরুখ কত পয়সা নিলেন? টাকার অঙ্কটা নাকি ১০০ কোটি! রয়েছে আরও হিসেব
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement