Shah Rukh Khan Birthday: ৬০-এ পা শাহরুখের, 'ঠিক বিকেল ৪ টে...'! কী হতে চলেছে মুম্বইয়ের বান্দ্রায়? অপেক্ষায় বাদশার ভক্তরা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan Birthday: ৬০-এ পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান৷ ঘড়ির কাটা ১২ টা পেরতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ আজই সেই বিশেষ দিন৷ এক মুহূর্তের জন্য কাছ থেকে কিং খানকে দেখতে মুখিয়ে থাকেন ভক্তরা৷
মুম্বই: ৬০-এ পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান৷ ঘড়ির কাটা ১২ টা পেরতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ আজই সেই বিশেষ দিন৷ এক মুহূর্তের জন্য কাছ থেকে কিং খানকে দেখতে মুখিয়ে থাকেন ভক্তরা৷
মুম্বইয়ে শাহরুখ খানের ভক্তরা এক ব্লকবাস্টার বিকেলের দিকে তাকিয়ে রয়েছেন। ইতিমধ্যেই বান্দ্রায় একটি বিশেষ ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ মান্নাত বারান্দা থেকে তার আসার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ কখন আসবে কিং খান? বাদশার বাড়ির বাইরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন-প্রস্রাব করলেই জ্বালাপোড়া, তলপেটে অসহ্য ব্যথা হয়? পুষ্টির ‘খনি’ এটি…! রোজ ১টা করে খেলেই মিরাকেল, কমায় খারাপ কোলস্টেরলও
শাহরুখ খানের জন্মদিন তার ভক্তদের কাছে কেবল ক্যালেন্ডারের আরেকটি তারিখ নয়। এটি এমন একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে এই দিনটিতে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মুম্বইয়ে আসেন তাকে একটিবার দেখার জন্য। এবং এবার তারকা জানিয়েছেন যে যারা তার জন্য সবচেয়ে জোরে যারা চিৎকার করছে তারা উদযাপনে সামনের সারিতে জায়গা পাবে।
advertisement
advertisement
আরও পড়ুন-নভেম্বরেই লাগবে ‘লটারি’…! শুক্রের ভয়ঙ্কর চালে দুঃসময় শেষ, ভাগ্যবান ৯ রাশিকে দু-হাত ভরিয়ে দেবেন ধন-সম্পত্তি, ভাসবেন টাকার সমুদ্রে
প্রতিবেদন অনুসারে, বান্দ্রার বালগন্ধর্ব রঙমন্দিরে বিকেল ৪টায় একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশটি কেবলমাত্র নির্বাচিত ফ্যান ক্লাবগুলির জন্য। সাধারণের কোনও প্রবেশাধিকার নেই। এমনকি মিডিয়ার উপস্থিতি নেই। শুধুমাত্র প্রকৃত শাহরুখ প্রেমীরাই অনুষ্ঠানে থাকবেন। সূত্রের খবর, অনুষ্ঠানস্থলে যাতে কোনও বিশৃঙ্খলা না ঘটে, তার জন্য রেড চিলিজ অফিসে দিনের শুরুতেই পাসগুলি বিতরণ করা হচ্ছে।
advertisement
মান্নাতের বাইরেও প্রস্তুতি জোরদার করা হয়েছে। কর্মীদের গেটের কাছের বারান্দা পরিষ্কার করতে দেখা গেছে যেখানে শাহরুখ বিখ্যাতভাবে জনতাকে স্বাগত জানান। তার বাড়ির ভেতরে এখনও সংস্কার চলছে, তবে এতে ঐতিহ্য থামছে না। বান্দ্রায় ভক্তদের সঙ্গে দেখা করার পর,তিনি আবার মান্নাতে ফিরে যাবেন বলে গুঞ্জন রয়েছে।
সম্প্রতি এক্স-এর একটি ‘আস্ক-মি-এনিথিং’সেশনে শাহরুখ নিজেই তার স্বাভাবিক রসিকতার মাধ্যমে পরিস্থিতিটি উস্কে দিয়েছিলেন। যখন একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি মান্নাত থেকে হাত নাড়বেন, তখন তিনি লিখেছিলেন, ‘অবশ্যই, তবে হয়তো হার্ড টুপি পরতে হবে!!!’ আরেকটি বার্তায় বলা হয়েছে যে একজন ভক্ত মুম্বই পৌঁছেছেন কিন্তু হোটেলের কোনও ঘর খুঁজে পাচ্ছেন না, জিজ্ঞাসা করছেন যে মান্নাতে কোনও ঘর ফ্রি আছে কিনা। শাহরুখ হেসে উত্তর দিয়েছিলেন, ‘মান্নাত মে তো মেরে পাস ভি রুম নাহি হ্যায় আজ কাল….ভাদে পে রে রাহা হুঁ!!!’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2025 10:27 AM IST

