পার্টিতে 'গায়ে পড়েছিলেন' মহিলারা, পাত্তা দেননি শাহরুখ! বাদশায় মুগ্ধ সহ-অভিনেতা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
তারকা হলেও তারকাসুলভ আচরণ ছিল না। শাহরুখকে নিয়ে এমনই উপলব্ধি আদিত্যের। শ্যুটের ফাঁকেই নাকি আড্ডার আসর বসাতেন কিং খান।
সে বহু বছর আগের কথা। তিনি তখন শিশুশিল্পী। সেই কাঁচা বয়সেই কাজের সুযোগ পেয়েছিলেন শাহরুখ খানের সঙ্গে। পরদেশ ছবিতে। হাতে গোনা কয়েক দিনের শ্যুট। এত বছর পরেও সেই স্মৃতি অমলিন আদিত্য নারায়ণের মনে।
বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, বাজিগর, করণ অর্জুন- শাহরুখ তখন সাফল্যের চুড়ায়। কিন্তু সহকর্মী শাহরুখ? তিনি কেমন? আদিত্যের কথায়, "শাহরুখ ভাইয়ের সঙ্গে অনেক সুন্দর স্মৃতি আছে। আমরা যখন পরদেশ করছি, তখন উনি সুপারস্টার। মনে আছে, শাহরুখ ভাই অন্য একটি ছবির শ্যুট করছিলেন। উনি যখন সেটে আসতেন, ওঁর ভ্যানিটি ভ্যান তৈরি থাকত না। উনি ঘরের এক কোণে ব্যাগ রাখতেন, মেঝেতে কাপড় পাততেন, শুয়ে পড়তেন। কাজের প্রতি ওঁর নিষ্ঠা দেখে অবাক হতাম।"
advertisement
advertisement
আরও পড়ুন: মালতির প্রথম ভারত সফর! দীর্ঘ ৩ বছর বাদে দেশে ফিরছেন প্রিয়াঙ্কা
তারকা হলেও তারকাসুলভ আচরণ ছিল না। শাহরুখকে নিয়ে এমনই উপলব্ধি আদিত্যের। শ্যুটের ফাঁকেই নাকি আড্ডার আসর বসাতেন কিং খান। ক্রিকেট, ফুটবল খেলতেন সহকর্মীদের সঙ্গে। শাহরুখকে নিয়ে এমন অসংখ্য স্মৃতি আদিত্যের মনে উজ্জ্বল। পরদেশের শ্যুটের শেষ দিনের পার্টির কথাও ভুলতে পারেননি গায়ক-অভিনেতা। বিস্মিত হয়েছিলেন শাহরুখের সংযম দেখে। আদিত্য বললেন, "প্যাক আপের দিন ছিল। বেঙ্গালুরুর একটি হোটেলে পার্টি দেওয়া হয়েছিল। আমরা ডান্স ফ্লোরে নাচানাচি করছিলাম। প্রচুর সুন্দরী মহিলা শাহরুখের গায়ে পড়ছিলেন। তাঁরা শাহরুখের সঙ্গে নাচ করতে চাইছিলেন। কিন্তু উনি কাউকে পাত্তা না দিয়ে আমার সঙ্গে নাচ করছিলেন।"
advertisement
২ নভেম্বর। জীবনের নতুন বছরে পা রাখলেন শাহরুখ। তাঁকে শুভেচ্ছা জানিয়ে আদিত্য বললেন, "শাহরুখকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকাদের মধ্যে তিনি একজন। এই সাফল্য সত্যিই তাঁর প্রাপ্য।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2022 1:50 PM IST