Bollywood Actor's Land in Moon : চাঁদে জমি রয়েছে শাহরুখ-সুশান্তদের নামে, এক একর জমির দাম কত জানেন? চমকে যাবেন!

Last Updated:

Bollywood Actor's Land in Moon : শাহরুখ কয়েক বছর আগে জানিয়েছিলেন, তাঁর ৫২তম জন্মদিনে অস্ট্রেলিয়ার এক অনুরাগী তাঁকে চাঁদে জমি কিনে উপহার দিয়েছিলেন। চাঁদের মাটিতে জমির দাম কত জানেন?

চাঁদে শাহরুখ, সুশান্তের জমির দাম কত
চাঁদে শাহরুখ, সুশান্তের জমির দাম কত
মুম্বই: ভারতের চাঁদ সফর নিয়ে উত্তেজনা তুঙ্গে। চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে পা রাখতেই গোটা বিশ্বে দেশের নাম উজ্জ্বল করলেন কত শত বিজ্ঞানী। চাঁদ নিয়ে কত মানুষের মধ্যে কত কল্পনা, কত স্বপ্ন, সব যেন চোখের সামনে তুলে ধরল ইসরো। জানেন কি, চাঁদের মাটিতে জমি কিনে স্বপ্নের দিকে পা বাড়িয়েছেন পৃথিবীর অনেকে। তাঁদের মধ্যে বলিউডের তারকারাও রয়েছেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে বলিউডের কিং শাহরুখ খান।
শাহরুখ কয়েক বছর আগে জানিয়েছিলেন, তাঁর ৫২তম জন্মদিনে অস্ট্রেলিয়ার এক অনুরাগী তাঁকে চাঁদে জমি কিনে উপহার দিয়েছিলেন। চাঁদের মাটিতে জমির দাম কত জানেন?
advertisement
কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রি হল এমন দু’টি কোম্পানি যারা চাঁদে জমি বিক্রি করার দাবি করে। তাদের মাধ্যমে অনেকেই চাঁদে জমি কিনেছেন। Lunarregistry.com-এর একটি রিপোর্টে বলা হয়েছে, চাঁদে এক একর জমির দাম $37.50 অর্থাৎ প্রায় ৩,০৮০ টাকা।
advertisement
শাহরুখ, সুশান্তের মতো আরও অনেকেই নিজেদের জমি রেখে দিয়েছেন এই দামে, কেউ নিজে কিনেছেন, কেউ বা উপহার পেয়েছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Actor's Land in Moon : চাঁদে জমি রয়েছে শাহরুখ-সুশান্তদের নামে, এক একর জমির দাম কত জানেন? চমকে যাবেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement