Visakhapatnam Temple Devotee : কোথায় শখ, আর কোথায় সাধ্য! অ্যাকাউন্টে পড়ে ১৭ টাকা, মন্দিরে ভক্ত দান করলেন ১০০ কোটি!

Last Updated:

Visakhapatnam Temple Devotee : ভেরিফিকেশনের জন্য সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে পাঠানো হয় এই চেক। জানা যায়, যেই অ্যাকাউন্ট থেকে এই চেক ইস্যু করা হয়েছে, সেখানে মাত্র ১৭ টাকা পড়ে।

কাউন্টে পড়ে ১৭ টাকা, মন্দিরে ভক্ত দান করলেন ১০০ কোটি
কাউন্টে পড়ে ১৭ টাকা, মন্দিরে ভক্ত দান করলেন ১০০ কোটি
বিশাখাপত্তনাম: অন্ধ্রপ্রদেশের এক মন্দিরে ভক্তের কাণ্ডে চক্ষু চড়কগাছ নেটপাড়া থেকে মন্দির কর্তৃপক্ষের। ভক্তের রহস্যময় অনুদান দেখে কোথাও হাসির রোল, কোথাও আবার ক্ষোভ। শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের দানবাক্সে মিলল ১০০ কোটি টাকার একটি চেক। ব্যাঙ্কে পাঠাতে জানা গেল, সেই ভক্তের অ্যাকাউন্টে মাত্র ১৭ টাকা পড়ে রয়েছে!
গত ২৩ অগাস্ট দানবাক্স থেকে সব অনুদানগুলি নিয়ে বসেছিলেন মন্দিরের কর্তৃপক্ষ। তখনই দেখা মিলল এই আশ্চর্য চেকের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রধান আধিকারিক ত্রিনাধ রাওকে। ভেরিফিকেশনের জন্য সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে পাঠানো হয় এই চেক। জানা যায়, যেই অ্যাকাউন্ট থেকে এই চেক ইস্যু করা হয়েছে, সেখানে মাত্র ১৭ টাকা পড়ে।
advertisement
advertisement
দাতাকে শনাক্ত করার অনুরোধ জানিয়ে ব্যাঙ্ককে চিঠি দেওয়ার পরিকল্পনা করেছে মন্দির কর্তৃপক্ষ। সূত্রের খবর, দাতা যদি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে প্রতারণা করার জন্য এমন কাজ করে থাকেন, তবে ব্যাঙ্ককে তার বিরুদ্ধে চেক বাউন্সের মামলা করার জন্য অনুরোধ করা যেতে পারে।
advertisement
এই চেকের ছবি পরে নেটপাড়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা কেউ হেসে কুটিপাটি, কেউ বা রেগে আগুন। ভক্তের শখ এবং সাধ্যের ফারাক দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Visakhapatnam Temple Devotee : কোথায় শখ, আর কোথায় সাধ্য! অ্যাকাউন্টে পড়ে ১৭ টাকা, মন্দিরে ভক্ত দান করলেন ১০০ কোটি!
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement