The kerala Story : সংবিধানকে নিজের হাতে তুলে নেওয়া অপরাধ, 'দ্য কেরালা স্টোরি' বিতর্কে ক্ষোভ শাবানার

Last Updated:

The kerala Story: 'দ্য কেরালা স্টোরি' ছবি নিয়ে নানা বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি৷

মুম্বই: ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্কের ঝড় তুঙ্গে। মুক্তির পাওয়ার মাত্র ৩ দিনের মধ্যেই ছবি নিয়ে কাটাছেড়া চলেই আসছে৷ তামিলনাডুর হল থেকেও সরিয়ে দেওয়া হয়েছে এই ধর্মান্তকরণের কাহিনি৷ তারপর আজই রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি নিষিদ্ধ করার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগেও সাংবাদিক বৈঠকে ছবি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ছবিকে ঘিরে বিতর্ক তুঙ্গে৷ ছবি নিয়ে নানা বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি৷
শাবানা আজমি নিজের টুইটারে ‘দ্য কেরালা স্টোরি’ ক্ষোভ উগরে দিয়েছেন৷ অভিনেত্রী লিখেছেন, ‘যারা দ্য কেরালা স্টোরি কে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছেন তারা লাল সিং চাড্ডা-কেও নিষিদ্ধ করতে চাওয়ার দলের মতো সেই পুরোনো ভুল করছেন৷ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম থেকে শংসাপত্র পাওয়া ছবিকে নিষিদ্ধ করতে চাওয়া আর সংবিধানকে নিজের হাতে তুলে নেওয়া একই অপরাধ৷ যদিও এই অধিকার কারোর নেই৷’ সাবানার এই টুইটকে অনেকেই সমর্থন করেছেন৷
advertisement
advertisement
advertisement
মুক্তির আগে থেকেই বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’-কে কেন্দ্র করে সমস্যা দানা বাঁধতে শুরু করেছে৷ একাধিক জায়গায় ছবির স্ক্রিনিং বন্ধের পর বক্স অফিস কালেকশন নজরকাড়া৷ ছবি মুক্তির তিন দিনের মাথাতেই রবিবার একলাফে ছবির কালেকশন বেড়েছে ৪৩ শতাংশ৷ কেরল থেকে ৩২ হাজার মহিলাকে গায়েব করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়েছে, শুধু তাই নয় সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের অত্যাচারের শিকার সেই সমস্ত মহিালারা৷ ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের সূত্রপাত৷ যদিও পরে ৩২ হাজার সংখ্যাটি ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ তবু বিতর্কের আঁচ কমেনি৷ ছবি নিষিদ্ধ করার দাবি তুলেছিল কেরল রাজ্য সরকার৷ তবে সুপ্রিম কোর্ট,মাদ্রাজ হাই কোর্ট, কেরল হাই কোর্ট ছবি মুক্তির উপর যাবতীয় নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দিয়েছে৷ দিল্লিতেও ছবি করমুক্ত করা দাবি জানিয়েছে- বিজেপি৷ গত কয়েকদিন ধরেই ছবিকে কেন্দ্র করে জোরদার সমালোচনা চলছে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
The kerala Story : সংবিধানকে নিজের হাতে তুলে নেওয়া অপরাধ, 'দ্য কেরালা স্টোরি' বিতর্কে ক্ষোভ শাবানার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement