The kerala Story : সংবিধানকে নিজের হাতে তুলে নেওয়া অপরাধ, 'দ্য কেরালা স্টোরি' বিতর্কে ক্ষোভ শাবানার
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
The kerala Story: 'দ্য কেরালা স্টোরি' ছবি নিয়ে নানা বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি৷
মুম্বই: ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্কের ঝড় তুঙ্গে। মুক্তির পাওয়ার মাত্র ৩ দিনের মধ্যেই ছবি নিয়ে কাটাছেড়া চলেই আসছে৷ তামিলনাডুর হল থেকেও সরিয়ে দেওয়া হয়েছে এই ধর্মান্তকরণের কাহিনি৷ তারপর আজই রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি নিষিদ্ধ করার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগেও সাংবাদিক বৈঠকে ছবি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ছবিকে ঘিরে বিতর্ক তুঙ্গে৷ ছবি নিয়ে নানা বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি৷
শাবানা আজমি নিজের টুইটারে ‘দ্য কেরালা স্টোরি’ ক্ষোভ উগরে দিয়েছেন৷ অভিনেত্রী লিখেছেন, ‘যারা দ্য কেরালা স্টোরি কে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছেন তারা লাল সিং চাড্ডা-কেও নিষিদ্ধ করতে চাওয়ার দলের মতো সেই পুরোনো ভুল করছেন৷ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম থেকে শংসাপত্র পাওয়া ছবিকে নিষিদ্ধ করতে চাওয়া আর সংবিধানকে নিজের হাতে তুলে নেওয়া একই অপরাধ৷ যদিও এই অধিকার কারোর নেই৷’ সাবানার এই টুইটকে অনেকেই সমর্থন করেছেন৷
advertisement
Those who speak of banning #The Kerala Story are as wrong as those who wanted to ban Aamir Khan’s #Laal Singh Chaadha. Once a film has been passed by the Central Board of Film Certification nobody has the right to become an extra constitutional authority .
— Azmi Shabana (@AzmiShabana) May 8, 2023
advertisement
advertisement
আরও পড়ুন- ডিপ কাট নেকে উন্মুক্ত বিভাজিকা! হাই থাই স্লিট গাউনে উত্তাপ বাড়ালেন শ্রিয়া, রইল মারকাটারি ছবি
মুক্তির আগে থেকেই বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’-কে কেন্দ্র করে সমস্যা দানা বাঁধতে শুরু করেছে৷ একাধিক জায়গায় ছবির স্ক্রিনিং বন্ধের পর বক্স অফিস কালেকশন নজরকাড়া৷ ছবি মুক্তির তিন দিনের মাথাতেই রবিবার একলাফে ছবির কালেকশন বেড়েছে ৪৩ শতাংশ৷ কেরল থেকে ৩২ হাজার মহিলাকে গায়েব করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়েছে, শুধু তাই নয় সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের অত্যাচারের শিকার সেই সমস্ত মহিালারা৷ ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের সূত্রপাত৷ যদিও পরে ৩২ হাজার সংখ্যাটি ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ তবু বিতর্কের আঁচ কমেনি৷ ছবি নিষিদ্ধ করার দাবি তুলেছিল কেরল রাজ্য সরকার৷ তবে সুপ্রিম কোর্ট,মাদ্রাজ হাই কোর্ট, কেরল হাই কোর্ট ছবি মুক্তির উপর যাবতীয় নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দিয়েছে৷ দিল্লিতেও ছবি করমুক্ত করা দাবি জানিয়েছে- বিজেপি৷ গত কয়েকদিন ধরেই ছবিকে কেন্দ্র করে জোরদার সমালোচনা চলছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 8:36 PM IST