Akshay Kumar Emraan Hashmi Film: অক্ষয় কুমার প্রথম 'সেলফি' তুলবেন ইমরান হাশমির সঙ্গে! বিষয়টা কী জানেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ছবির নাম 'সেলফি', পরিচালক গুড নিউজ-খ্যাত রাজ মেহতা (Akshay Kumar Emraan Hashmi Film)।
#মুম্বই: এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছেন দুই অভিনেতা, তবে এর আগে কখনও এক ছবিতে দেখা যায়নি তাঁদের। কথা হচ্ছে অক্ষয় কুমার ও ইমরান হাশমিকে নিয়ে (Akshay Kumar Emraan Hashmi Film)। একজনকে বলা হয় বলিউডের খিলাড়ি, আরেকজন আবার রোম্যান্স ও চুম্বনের বিশারদ। বলিউডে প্রথমবার এই দুই অভিনেতাকে এক ছবিতে দেখা যাবে। বুধবার সেই ছবির ঘোষণা করেছেন অক্ষয় কুমার ও ইমরান হাশমি (Akshay Kumar Emraan Hashmi Film)। সোশ্যাল মিডিয়ায় দু'জনেই এই খবর ভাগ করেছেন ভক্তদের সঙ্গে। ছবির নাম 'সেলফি', পরিচালক গুড নিউজ-খ্যাত রাজ মেহতা (Akshay Kumar Emraan Hashmi Film)।
একটি বিশেষ ভিডিও পোস্ট করে এদিন ছবির ঘোষণা করা হয়। সেখানে দেখা গিয়েছে, একটি বাস স্ট্যান্ডে বেশ কয়েকজন ডান্সারের সঙ্গে নাচ করছেন অক্ষয় ও ইমরান। ভিডিওটির শেষে সেলফির ঘোষণা করা হয়। অক্ষয় এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'সেলফি, বিনোদন, হাসি ও অনুভূতির দিকে এক দারুণ যাত্রা। শ্যুটিং শীঘ্রই শুরু হচ্ছে।' অন্যদিকে, ইমরান হাশমি লিখেছেন, 'অক্ষয় কুমারের সঙ্গে ড্রাইভিং সিটে বসতে পেরে দারুণ খুশি ও উচ্ছ্বসিত আমি। তৈরি থাকুন, পোজ দিন কারণ সেলফি আসছে'।
advertisement
advertisement
Presenting #Selfiee, a journey that will drive you towards loads of entertainment, laughter & emotions. Shooting begins soon!@emraanhashmi @karanjohar @apoorvamehta18 @PrithviOfficial #SupriyaMenon #ListinStephen @raj_a_mehta #RishhabhSharrma @DharmaMovies #CapeOfGoodFilms pic.twitter.com/UZw2dv1Tt3
— Akshay Kumar (@akshaykumar) January 12, 2022
advertisement
advertisement
আরও পড়ুন: 'রাবতা ফ্লপ করার পর অবসাদে চলে গিয়েছিলাম আমি ও সুশান্ত, সেদিন ওয়াইন খেয়েছিলাম!'
কয়েকদিন আগেই ইমরান হাশমি ও অক্ষয় কুমার একসঙ্গে কাজের একটি ইঙ্গিত দিয়েছিলেন ভক্তদের। করণ জোহরের সঙ্গে হাত মেলানোর কথাও উল্লেখ করেছিলেন। সেই ইঙ্গিতের আগেই অক্ষয় ও ইমরান নিজেদের একসঙ্গে একটি ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁদের সেলফি তুলতে দেখা গিয়েছে। সেখানে অক্ষয় লিখেছিলেন, 'নিজের দিন শুরু করছি সেলফি তুলে, কারণ, কেন না?' একই ছবি ইমরানও শেয়ার করেছিলেন। আর তাতেই জল্পনা ছিল একসঙ্গে ছবির, যা সত্যি হল।
advertisement
ছবির প্লট নিয়ে এখনই কিছু বলতে চান না ছবির কলাকুশলীরা। তবে বিনোদনে ভরপুর কিছু একটা হতে চলেছে এই ছবি। অনেকেই আবার বলছেন, মালয়ালম ছবি 'ড্রাইভিং লাইসেন্স' থেকে হিন্দি এই ছবি রিমেক করা হচ্ছে সেলফি। আসল গল্প অবশ্য পুরোটাই সময় বলবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 12, 2022 9:36 PM IST