Oscar 2022: অস্কারের মঞ্চে জয়জয়কার কোডা-এর, দেখে নিন জয়ীদের সম্পূর্ণ তালিকা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Oscar 2022: ২০১৪ সালে একটি ফরাসি ছবি তৈরি হয়েছিল, যেটির নাম ছিল লা ফ্যামিলিয়ার বিলিফ। সেই ছবির উপর নির্ভর করেই নতুন ছবিটি তৈরি হয়েছে।
#নয়াদিল্লি: ৯৪ তম অ্যাকাডেমি ওয়ার্ডসে সেরা ছবির পুরস্কার পেল সেইন হেডার পরিচালিতা কোডা। দ্যা বেটার ফ্যামিলি-থেকে নির্মিত এই ছবি মুক্তি পেয়েছিল অ্যাপল টিভি প্লাসে। ছবিতে অভিনয় করেছেন মারলিন মার্টলিন. ট্রয় কোটসার। ২০১৪ সালে একটি ফরাসি ছবি তৈরি হয়েছিল, যেটির নাম ছিল লা ফ্যামিলিয়ার বিলিফ। সেই ছবির উপর নির্ভর করেই নতুন ছবিটি তৈরি হয়েছে। রুবি রোসি নামে একটি মেয়ের জীবন ও পরিবার নিয়ে তৈরি ছবিটিতে দেখা যায় যে একটি বধির পরিবারের একমাত্র শ্রবণক্ষমতা সম্পন্ন মেয়েটি কীভাবে পরিবারের ব্যবসা ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটা সংযোগ তৈরির চেষ্টা করে।
এ বারের অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসিকা চ্যাস্টেন, দ্যা আইস অফ টেমি ফায়ে ছবিতে অভিনয়ের জন্য। সেরা অভিনেত্রীর তালিকায় ছিলেন পেনেলোপে ক্ুজ, নিকোল কিডম্যানের মতো অভিনেত্রীরা। অন্য দিকে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ইউল স্মিথ কিং রিচার্ড ছবির জন্য। তিনিও পিছনে ফেলে দিয়েছে বেনেডিক্ট কাম্বারব্যাচ ও ডেনজেল ওয়াশিংটনের মতো অভিনেতাকে। ইউল স্মিথের জয়ের পর দেওয়া বক্তব্যও ছিল অবাক করা। পুরস্কার হাতে নিয়ে কার্যত কেঁদে ফেলেছেন এই অভিনেতা। উইল স্মিথের বিশ্বজোড়া খ্যাতির পাশাপাশি এই পুরস্কার এক নতুন দিগন্ত উন্মোচন করল।
advertisement
advertisement
এ বারে সেরা ছবির তালিকায় ছিল ডুন, দ্যা ট্র্যাজেডি অব ম্যাকবেথের মতো বড় মাপের ছবি। এ বার দেখে নিন সেরাদের তালিকা।
সেরা ছবি - কোডা
সেরা অভিনেত্রী - জেসিকা চ্যাস্টেন
advertisement
সেরা অভিনেতা - উইল স্মিথ
সেরা নির্দেশক - জেন ক্যাম্পিওন
বেস্ট অরিজিনাল সং - নো টাইম টু ডাই - নো টাইম টু ডাই
বেস্ট প্রোডাকশন ডিজাইন - ডুন
বেস্ট ডকুমেন্টারি ফিচার - সামার অব সোল
বেস্ট এডিটিং - ডুন
advertisement
বেস্ক ব্যাকগ্রাউন্ড স্কোর - হ্যানস জিমান. ডুন
বেস্ট লাইভ অ্যাকশন শর্ট - দ্যা লং গুডবাই
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 28, 2022 10:13 AM IST