Sayantani Guhathakurta: নতুন ভূমিকায় সায়ন্তনী গুহ ঠাকুরতা, ছবি ডিজিটালে 'অ্যাওয়েটিং'...
- Published by:Raima Chakraborty
Last Updated:
অবশ্য সেই ছবিতে অভিনয়ও করছেন সায়ন্তনী (Sayantani Guhathakurta)।
#কলকাতা: নতুন ভূমিকায় নায়িকা সায়ন্তনী গুহ ঠাকুরতা (Sayantani Guhathakurta)। সহ প্রযোজনা করছেন তিনি। অবশ্য সেই ছবিতে অভিনয়ও করছেন সায়ন্তনী (Sayantani Guhathakurta)। ছবির নাম ‘অ্যাওয়েটিং'। ছবিটি মুক্তি পাবে ওয়েব মাধ্যমে। ‘অ্যাওয়েটিং'-এর পরিচালক অর্ণব মিদ্যা। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সায়ন্তনী (Sayantani Guhathakurta)। তাছাড়াও রয়েছে সাহিল, অনুসা বিশ্বনাথন, ইশান মজুমদার ও আরোও অনেকে৷ সায়ন্তনীর চরিত্র ঘিরেই এগিয়েছে ছবির গল্প। প্রকাশিত হলো এই ছবির প্রথম লুক। ছবির বেশ কিছুটা অংশের শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গে।
আরও পড়ুন: 'হাত' ধরবেন না, একলা চলতে আঞ্চলিক দলেই ভরসা মমতার
ছবির গল্প সুনন্দার জীবন ঘিরে। স্বামীর অপেক্ষায় দিন কাটে তাঁর। স্বামী সাহিল সেনাবাহিনীতে চাকরি করে। তার অপেক্ষাতেই দিন কাটায় সুনন্দা। তার কাছের বন্ধু, সাহিলের বোন, মানে তার ননদ দিয়া। পারিবারিক বন্ধু চিকিৎসক সোম। সুনন্দার জগৎ খুব ছোট। হাতেগোনা কয়েকজনেরই তার জীবনে প্রবেশ। সুনন্দার সাদামাটা জীবন কি এভাবেই এগোয়? তার স্বামী কি ফিরে আসে তার কাছে। এই সমস্ত গল্পই বলবে এই ছবি। পরিচালক অর্ণব, বেশ আশাবাদী তাঁর আগামী ছবি নিয়ে। বড় পর্দা, ওয়েব সমস্ত মাধ্যমেই কাজ করতে চান তিনি। অর্ণব মনে করেন তাঁর ছবির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যার সঙ্গে সমস্ত বয়সের মানুষরা একাত্ম হতে পারবেন।
advertisement
আরও পড়ুন: 'বাজেটে হিরের দাম কমেছে, ডাল-ভাতের কথা ভাবেনি বিজেপি', তোপ তৃণমূল চেয়ারপার্সন মমতার
এই ছবি নিয়ে বেশ আশাবাদী সায়ন্তনী। তিনি মনে করেন, দর্শকের মনে এই ছবি জায়গা করে নেবে। তাঁর কথায়, 'এই ছবি সম্পর্কের কথা গল্প, ভালবাসার গল্প। কিন্তু ভালবাসা মানে আনন্দ, তা তো নয়, দুঃখ থাকে বিরহ থাকে। সেই সব উপাদান রয়েছে ছবিতে।এক কথায় বলা যেতে পারে এই ছবি অপেক্ষার গল্প। পাশাপাশি নানা সম্পর্ক, সূক্ষ্ম সমীকরণ ও সম্পর্ক ঘিরে নানা জটিলতা রয়েছে ছবিতে।' এই ছবিতে গান গেয়েছেন ইমন চক্রবর্তী। রণজয় ভট্টাচার্য ছবির সংগীত পরিচালনা করেছেন। চিত্রগ্রাহক শুভদীপ নস্কর৷ ছবিটির সম্পাদনার দায়িত্বে অনির্বাণ মাইতি৷ এই ছবি মুক্তি পাচ্ছে ভালবাসার দিনে, মানে প্রেম দিবস, ১৪ই ফেব্রুয়ারিতে।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2022 4:51 PM IST