Anupam-Sauraseni: অনুপমের কাছে মরীচিকার মতো বারবার ফিরে আসছেন সৌরসেনী
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Anupam-Sauraseni: অনুপমের কথায়, ''যা বোঝা যায় না, যা পাওয়া যায় না, যা ছোঁয়া যায় না, তাই হল দারুণ।''
#কলকাতা: স্বপ্নময় প্রেম। সে আসে, চলে যায়। ফিরে আসে আবার। যেন মরীচিকা। কিন্তু তার সন্ধান চলতেই থাকে। যে গানে, কথায়, সুরে প্রাণ আনে। সে রকমই মায়ায় বাঁধবেন গায়ক অনুপম রায়। তাঁর সঙ্গে থাকবেন তাঁর গানের দল 'দ্য অনুপম রায় ব্যান্ড'-এর সদস্যরা।
এক মহিলা মরীচিকা বা ছবির মতো বারবার ফিরে আসে অনুপমের সামনে। মিউজের মতো। বাস্তব নয়। সে এমন এক প্রেমের প্রতীক যা কখনও ছোঁয়া সম্ভব নয়। কিন্তু যার প্রতি আকর্ষণ থেকেই যায়। এমন ভাবেই তৈরি হবে 'দারুণ'। নতুন গানের ভিডিও।
advertisement
advertisement
মুখ্য ভূমিকায় অনুপম। সেই ছবির মহিলার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এই প্রথম অভিনয় করেছেন অনুপম। সৌরসেনী কি তবে গায়ককে নতুন শিল্পের শিক্ষা দিলেন? নিউজ18 বাংলাকে সৌরসেনী বললেন, ''এক বিন্দুও প্রয়োজন পড়েনি। অনুপমদা যে ক্যামেরার সামনে কী সাবলীল, কল্পনা করা যায় না। আমি শ্যুটের সময়ে মনিটর দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম বারবার। আমি তো বলেছি, নতুন কেরিয়ারের কথা ভেবো অনুপমদা। তুমি দারুণ অভিনেতা। দেখি এ বার সেই কথাটা শোনে কিনা।''
advertisement

অনুপমের কথায়, ''এটি এমন একটি গান যা এক কবি এবং তার মিউজের মধ্যে সম্পর্কের কথা বলে। কবির কল্পনায় তাঁর মিউজ অন্য মাত্রা পায়। কিন্তু, এখানে একটা মজা রয়েছে। কবির তাঁর কল্পনার সঙ্গে বাস্তবতাকে গুলিয়ে ফেলতে চান না। যা বোঝা যায় না, যা পাওয়া যায় না, যা ছোঁয়া যায় না, তাই হল দারুণ।''
advertisement
'সারেগামা' প্রযোজিত, অনুপম রায়ের গানের ভিডিও 'দারুণ' মুক্তি পাবে আগামী ৪ জুলাই। সারেগামার ইউটিউব চ্যানেলে। স্পটিফাই, জিওসাওন, রেসো, গানা, উইঙ্ক, হাঙ্গামার মতো সমস্ত ওটিটি প্ল্যাটফর্মে এই গান শোনা যাবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 29, 2022 10:42 PM IST