#কলকাতা: স্বপ্নময় প্রেম। সে আসে, চলে যায়। ফিরে আসে আবার। যেন মরীচিকা। কিন্তু তার সন্ধান চলতেই থাকে। যে গানে, কথায়, সুরে প্রাণ আনে। সে রকমই মায়ায় বাঁধবেন গায়ক অনুপম রায়। তাঁর সঙ্গে থাকবেন তাঁর গানের দল 'দ্য অনুপম রায় ব্যান্ড'-এর সদস্যরা।
এক মহিলা মরীচিকা বা ছবির মতো বারবার ফিরে আসে অনুপমের সামনে। মিউজের মতো। বাস্তব নয়। সে এমন এক প্রেমের প্রতীক যা কখনও ছোঁয়া সম্ভব নয়। কিন্তু যার প্রতি আকর্ষণ থেকেই যায়। এমন ভাবেই তৈরি হবে 'দারুণ'। নতুন গানের ভিডিও।
আরও পড়ুন: ফুটবলার এবং হার না মানা মেয়ের প্রেম, রিজওয়ান-ইন্দ্রানী আসছেন 'নবাব নন্দিনী'তে
মুখ্য ভূমিকায় অনুপম। সেই ছবির মহিলার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এই প্রথম অভিনয় করেছেন অনুপম। সৌরসেনী কি তবে গায়ককে নতুন শিল্পের শিক্ষা দিলেন? নিউজ18 বাংলাকে সৌরসেনী বললেন, ''এক বিন্দুও প্রয়োজন পড়েনি। অনুপমদা যে ক্যামেরার সামনে কী সাবলীল, কল্পনা করা যায় না। আমি শ্যুটের সময়ে মনিটর দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম বারবার। আমি তো বলেছি, নতুন কেরিয়ারের কথা ভেবো অনুপমদা। তুমি দারুণ অভিনেতা। দেখি এ বার সেই কথাটা শোনে কিনা।''
অনুপমের কথায়, ''এটি এমন একটি গান যা এক কবি এবং তার মিউজের মধ্যে সম্পর্কের কথা বলে। কবির কল্পনায় তাঁর মিউজ অন্য মাত্রা পায়। কিন্তু, এখানে একটা মজা রয়েছে। কবির তাঁর কল্পনার সঙ্গে বাস্তবতাকে গুলিয়ে ফেলতে চান না। যা বোঝা যায় না, যা পাওয়া যায় না, যা ছোঁয়া যায় না, তাই হল দারুণ।''
'সারেগামা' প্রযোজিত, অনুপম রায়ের গানের ভিডিও 'দারুণ' মুক্তি পাবে আগামী ৪ জুলাই। সারেগামার ইউটিউব চ্যানেলে। স্পটিফাই, জিওসাওন, রেসো, গানা, উইঙ্ক, হাঙ্গামার মতো সমস্ত ওটিটি প্ল্যাটফর্মে এই গান শোনা যাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।