Satyajit Ray Grandson Wedding: চুপিসারে বিয়ে হল সন্দীপ-পুত্রের, রায়বাড়িতে আগমন হল সত্যজিতের নাতবউয়ের! চেনেন কি

Last Updated:

Satyajit Ray Grandson Wedding: বাড়িতেই আইনি বিয়ের বন্দোবস্ত হয়েছিল। ১২ বছরের প্রেমিকা সৃজাতার সঙ্গে আপাতত সংসার শুরু করে ফেলেছেন সন্দীপ-পুত্র।

বিয়ের পিঁড়িতে সত্যজিৎ রায়ের নাতি
বিয়ের পিঁড়িতে সত্যজিৎ রায়ের নাতি
কলকাতা: রায়পরিবারে খুশির মেজাজ। সত্যজিৎ রায়ের ঘরে আসবে নতুন সদস্য। কিংবদন্তি পরিচালকের নাতির বিয়ে বলে কথা। পরিবারে নতুন সদস্য, সত্যজিতের নাতবউ, সৌরদীপের স্ত্রীকে চিনুন।
কাকপক্ষীকেও টের পেতে দেওয়া হয়নি। এরই মাঝে বিয়ে সেরে ফেলেছেন সন্দীপ রায়ের ছেলে সৌরদীপ। অন্য এক সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, বাড়িতেই আইনি বিয়ের বন্দোবস্ত হয়েছিল। ১২ বছরের প্রেমিকা সৃজাতার সঙ্গে আপাতত সংসার শুরু করে ফেলেছেন সন্দীপ-পুত্র। তবে আগামী ১ মার্চ টলি ক্লাবে রিসেপশনের আয়োজন করা হয়েছে, যেখানে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের নিয়ে খাওয়াদাওয়া হবে।
advertisement
advertisement
সংবাদমাধ্যমকে সত্যজিতের নাতি জানান, ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন বলেই কাউকেই এই বিয়ের কথা জানাননি তাঁরা। তাঁর স্ত্রী সৃজাতা থাকেন বেহালাতে। মাঝে মাঝে শ্বশুরবাড়ি, মাঝে মাঝে বাপেরবাড়ি, এই ভাবেই যাতায়াত করে দুই সংসার সামলাচ্ছেন সৃজাতা। নবদম্পতির আলাপ ১২ বছর আগে। একটি রেডিও চ্যানেলে কাজ করতে গিয়েই বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে প্রেম।
advertisement
সত্যজিতের স্ত্রী বিজয়া রায়, ছেলে সন্দীপ রায়, পুত্রবধূ ললিতা রায় এবং নাতি সৌরদীপ রায়ের সঙ্গে একটি বিরল ছবি পাওয়া গিয়েছে ফেসবুক সূত্রে। ফ্যামিলি ফোটোর কৃতিত্ব: প্রখ্যাত আলোকচিত্রকর নিমাই ঘোষ।
সত্যজিতের পরিবার সত্যজিতের পরিবার
যেখানে ছোট্ট সৌরদীপকে কোলে নিয়ে দাঁড়িয়ে সন্দীপ। আর আজ সেই খুদেও নিজের সংসার শুরু করে ফেলেছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Satyajit Ray Grandson Wedding: চুপিসারে বিয়ে হল সন্দীপ-পুত্রের, রায়বাড়িতে আগমন হল সত্যজিতের নাতবউয়ের! চেনেন কি
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement