KK Death: ‘যদি আপনি ভাল না থাকেন, তার মানে আপনি ভাল নেই,আপনি কাজে যাবেন না’...কেকে-এর মৃত্যুতে স্মৃতিবিহ্বল অভিষেকের স্ত্রী সংযুক্তা

Last Updated:

KK Death:কেকে-এর স্ত্রী জ্যোতির সঙ্গে আজ বিশেষ সমব্যথী অভিষেকের স্ত্রী সংযুক্তা৷ ফেসবুকে পোস্ট করেছেন মর্মস্পর্শী এক পোস্ট৷

Abhishek Chatterjee & KK
Abhishek Chatterjee & KK
কলকাতা : কাজ করতে করতেই সকলকে হতবাক করে চলে গেলেন কেকে৷ ঠিক এভাবেই চলে গিয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়ও৷ বিনোদন জগতের দুই কৃতীর মৃত্যু কোথায় যেন এক বিন্দুতে মিলিয়ে দিয়েছেন তাঁদের জীবনসঙ্গীর শোক৷ কেকে-এর স্ত্রী জ্যোতির সঙ্গে আজ বিশেষ সমব্যথী অভিষেকের স্ত্রী সংযুক্তা৷ ফেসবুকে পোস্ট করেছেন মর্মস্পর্শী এক পোস্ট৷
সংযুক্তা লিখেছেন অতিরিক্ত কাজের চাপের কথা৷ কেকে-এর অকালমৃত্যু ছিন্নভিন্ন করে দিল আরও একটি শোকস্তব্ধ পরিবারকে-ে কথা ভাবলেই মন ভারী হয়ে যাচ্ছে সংযুক্তার৷ তাঁর প্রার্থনা, এই দুঃসময়ে মুহ্যমান ওই পরিবার যেন যথেষ্ট শক্তির অবলম্বন পায়, যাতে এই অপূরণীয় ক্ষতি তাঁরা সামলে উঠতে পারেন৷ সংযুক্তার স্মৃতি এখনও আচ্ছন্ন হয়ে আছে অভিষেককে ঘিরে৷ তিনি ফিরে গিয়েছেন অভিষেকের সঙ্গে কাটানো শেষ রাতে৷
advertisement
সংযুক্তা লিখেছেন, ‘‘আপনারা জানেন, অভির একটা পুরনো অভ্যাস ছিল৷ রাতে শোওয়ার আগে ও ঠোঁটে বোরোলিন লাগাত৷ এমনকি, সে রাতেও পুরনো অভ্যাসমতো ঠোঁটে বোরোলিন মেখেছিল৷ তার পর আঙুলে লেগে থাকা বাকি ক্রিমটুকু অভ্যাসমতোই ঘষে দিয়েছিল আমার হাতে৷ তখন আর কে জানত সেগুলো আসলে ওর সঙ্গে কাটানো আমার শেষ কিছু মুহূর্ত৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : ‘এ তুমি কেমন তুমি KK-এর গানকে হিংসে কর’, তাঁর গানের প্যারোডিতেই বিঁধলেন ভাস্বর
জীবন কত অননুমেয়, সে কথা কেকে-এর আকস্মিক প্রয়াণে আরও এক বার অনুভব করলেন সংযুক্তা৷ তবে জীবনের এই চরম দুর্বিষহ মুহূর্তও তাঁকে কিছু শিক্ষা দিয়ে গিয়েছে৷ কী কী শিখলেন তিনি এই কঠিন মুহূর্ত থেকে? সেগুলিও একে একে লিখেছেন তিনি৷ লিখেছেন তিনি শিখেছেন কাজের চাপ যাতে নিজেকে গ্রাস করে নিতে পারে, সেদিকে দেখতে হবে৷ পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে৷ সবার শেষে সবথেকে গুরুত্বপূর্ণ কথা সংযুক্তার৷ লিখেছেন ‘‘যদি আপনি ভাল না থাকেন, তার মানে আপনি ভাল নেই৷ আপনি কাজে যাবেন না৷ ব্যস!’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
KK Death: ‘যদি আপনি ভাল না থাকেন, তার মানে আপনি ভাল নেই,আপনি কাজে যাবেন না’...কেকে-এর মৃত্যুতে স্মৃতিবিহ্বল অভিষেকের স্ত্রী সংযুক্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement