Sandy Saha: দারুণ চমক নিয়ে ঘরে ঘরে পৌঁছবেন, এবার অন্য অবতারে স্যান্ডি সাহা!

Last Updated:

এবার সেই স্যান্ডি সাহাই আপনার ড্রয়িং রুমে পৌঁছে যাবেন প্রতিদিন। কী ভাবে জানেন? (Sandy Saha)

#কলকাতা: সোশ্যাল মিডিয়ায় তিনি ভীষণই জনপ্রিয়। প্রতিদিনই তাঁর চ্যানেলে ভিডিও থাকে, যেগুলি লক্ষ লক্ষ মানুষের মুঠোফোনে ভাইরাল হয়ে যায়। কখনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, কখনও আবার নিছকই মজার ছলে, কখনও আবার সেলেবদের সাক্ষাৎকার নিয়ে, কখনও আবার ব্যঙ্গের ছলে ভিডিও তৈরি করেন স্যান্ডি সাহা। এমটিভি রোডিজেও প্রতিযোগী হয়ে গিয়েছিলেন তিনি। রয়েছে সেই জনপ্রিয়তাও। এবার সেই স্যান্ডি সাহাই আপনার ড্রয়িং রুমে পৌঁছে যাবেন প্রতিদিন। কী ভাবে জানেন? (Sandy Saha)
আরও পড়ুন: স্টেশনে মাথা ঘুরে চলন্ত ট্রেনের নীচে পড়লেন যুবতী, তার পর? শিউরে ওঠা ভিডিও
জানা গিয়েছে, কালার্স বাংলার ধারাবাহিক 'বসন্তবিলাস মেসবাড়ি'‌-তে শ্রীতমা ভট্টাচার্যের ভাইয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে। বসন্তবিলাস মেসবাড়ি-এর মাধ্যমে সিরিয়ালে হাতেখড়ি হতে চলেছে স্যান্ডির। অবশ্য, এর আগে রিয়েলিটি শো ও সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার স্যান্ডিকে প্রতিদিনই দেখা যাবে টিভির পর্দায়। আর তার মাধ্যমেই আপনার ঘরে পৌঁছে যাবেন জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর।
advertisement
আরও পড়ুন: 'উত্তেজক পোশাক পরলে ধর্ষণ তো হবেই'! হঠাৎ কেন এমন বললেন দেবলীনা?
'বসন্তবিলাস মেসবাড়ি' একটি মজার ধারাবাহিক। জানা গিয়েছে, একটি দুষ্টু-‌মিষ্টি চরিত্রে দেখা যাবে স্যান্ডিকে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক যে রক্তের সম্পর্কের মধ্যে আবদ্ধ নয় তাই দেখাচ্ছে এই ধারাবাহিক। এবার সেই ধারাবাহিকেই দেখা যাবে তাঁকে। খবরটি জানার পরই সকলেই উৎসুক তাঁকে দেখতে। আগামী ২১ এপ্রিল, বৃহস্পতিবার থেকে 'বসন্ত বিলাস মেসবাড়ি'-তে স্যান্ডি সাহাকে দেখা যাবে।
advertisement
advertisement
স্যান্ডি সাহাকে এবার চেনা রূপের বাইরে সিরিয়ালের চরিত্রে কেমন দেখা যাবে তা নিয়ে উৎসুখ তাঁর অনুরাগীরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sandy Saha: দারুণ চমক নিয়ে ঘরে ঘরে পৌঁছবেন, এবার অন্য অবতারে স্যান্ডি সাহা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement