Sandipta Sen Wedding: 'ওঁর সঙ্গে কাঁদতেও ভাললাগে...’, নিজেদের গল্প ভাগ করলেন সন্দীপ্তা, বিয়ের ভিডিওতে ঠাসা চমক

Last Updated:

Sandipta Sen Wedding: যদিও, বিয়ের পরেই সোশ‍্যাল মিডিয়াতে ছবি ভাগ করে নেন দম্পতি। তবে, এবার প্রকাশ‍্যে এল বিয়ের ভিডিও। ডিসেম্বরের সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল সন্দীপ্তা-সৌম্যর বিয়ের আসর।

'কাঁদতে ভাললাগে তাঁর সঙ্গে...’, নিজদের গল্প ভাগ করে লিখলেন সন্দীপ্তা
'কাঁদতে ভাললাগে তাঁর সঙ্গে...’, নিজদের গল্প ভাগ করে লিখলেন সন্দীপ্তা
কলকাতাঃ গত ৭ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সন্দীপ্তা সেন। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় তাঁর। যদিও, বিয়ের পরেই সোশ‍্যাল মিডিয়াতে ছবি ভাগ করে নেন দম্পতি। তবে, এবার প্রকাশ‍্যে এল বিয়ের ভিডিও। ডিসেম্বরের সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল সন্দীপ্তা-সৌম্যর বিয়ের আসর।

View this post on Instagram

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

advertisement
advertisement
অভিনেত্রী নিজেই তাঁদের বিয়ের ভিডিও নিজের সোশ‍্যাল মিডিয়াতে শেয়ার করেন গতকাল। এবং ক‍্যাপশনে লেখেন ‘আমাদের গল্প’। বিয়ের ভিডিও-তে সন্দীপ্তা বলেন যে সৌম্য তাঁর নিজের থেকেও বেশি তাঁর খেয়াল রাখে, তাই সেরকম মানুষকে বিয়ে করতেই হত। তিনি আরও বলেন যে, সৌম্যর সঙ্গে হাসতে, কাঁদতে দুটোই তাঁর ভাললাগে। সেইজন‍্যই তাঁরা একসঙ্গে আছেন। অপরদিকে, সৌম্য বলেন তাঁরা দুজন-দুজনের জন‍্য একেবারে সঠিক।
advertisement
দুধে আলতা রঙা বেনারসিতে সেজে উঠেছিলেন সন্দীপ্তা। তার সঙ্গে মানানসই সোনার গয়না। কপালে চন্দনের সাজ। হালকা মেকআপ। সঙ্গে হালকা গোলাপি শেরওয়ানি এবং সাদা ধুতি পরেছিলেন সৌম্য। মাথায় টোপর, গলায় বরমালা। মহিলা পুরোহিতদের তত্ত্বাবধানে বৈদিক মতে হয়েছিল তাঁদের বিয়ে। পৌরোহিত্য করেছেন অধ্যাপক নন্দিনী ভৌমিক এবং তাঁর দল। সন্দীপ্তা-সৌম্যর বিয়েতে সাক্ষী রইলেন তাঁদের পরিবার, কাছের বন্ধুরা এবং বিনোদন জগতের তারকারা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sandipta Sen Wedding: 'ওঁর সঙ্গে কাঁদতেও ভাললাগে...’, নিজেদের গল্প ভাগ করলেন সন্দীপ্তা, বিয়ের ভিডিওতে ঠাসা চমক
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement