Sandipta Sen Wedding: 'ওঁর সঙ্গে কাঁদতেও ভাললাগে...’, নিজেদের গল্প ভাগ করলেন সন্দীপ্তা, বিয়ের ভিডিওতে ঠাসা চমক
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Sandipta Sen Wedding: যদিও, বিয়ের পরেই সোশ্যাল মিডিয়াতে ছবি ভাগ করে নেন দম্পতি। তবে, এবার প্রকাশ্যে এল বিয়ের ভিডিও। ডিসেম্বরের সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল সন্দীপ্তা-সৌম্যর বিয়ের আসর।
কলকাতাঃ গত ৭ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সন্দীপ্তা সেন। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় তাঁর। যদিও, বিয়ের পরেই সোশ্যাল মিডিয়াতে ছবি ভাগ করে নেন দম্পতি। তবে, এবার প্রকাশ্যে এল বিয়ের ভিডিও। ডিসেম্বরের সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনসে বসেছিল সন্দীপ্তা-সৌম্যর বিয়ের আসর।
advertisement
advertisement
অভিনেত্রী নিজেই তাঁদের বিয়ের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন গতকাল। এবং ক্যাপশনে লেখেন ‘আমাদের গল্প’। বিয়ের ভিডিও-তে সন্দীপ্তা বলেন যে সৌম্য তাঁর নিজের থেকেও বেশি তাঁর খেয়াল রাখে, তাই সেরকম মানুষকে বিয়ে করতেই হত। তিনি আরও বলেন যে, সৌম্যর সঙ্গে হাসতে, কাঁদতে দুটোই তাঁর ভাললাগে। সেইজন্যই তাঁরা একসঙ্গে আছেন। অপরদিকে, সৌম্য বলেন তাঁরা দুজন-দুজনের জন্য একেবারে সঠিক।
advertisement
দুধে আলতা রঙা বেনারসিতে সেজে উঠেছিলেন সন্দীপ্তা। তার সঙ্গে মানানসই সোনার গয়না। কপালে চন্দনের সাজ। হালকা মেকআপ। সঙ্গে হালকা গোলাপি শেরওয়ানি এবং সাদা ধুতি পরেছিলেন সৌম্য। মাথায় টোপর, গলায় বরমালা। মহিলা পুরোহিতদের তত্ত্বাবধানে বৈদিক মতে হয়েছিল তাঁদের বিয়ে। পৌরোহিত্য করেছেন অধ্যাপক নন্দিনী ভৌমিক এবং তাঁর দল। সন্দীপ্তা-সৌম্যর বিয়েতে সাক্ষী রইলেন তাঁদের পরিবার, কাছের বন্ধুরা এবং বিনোদন জগতের তারকারা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2024 12:52 PM IST