Hoichoi Webseries Sampurna: হইচই সিরিজ এই প্রথমবার হিন্দিতে! জাতীয় মাধ্যমে সোহিনী, রাজনন্দিনীর ‘সম্পূর্ণা’
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Hoichoi Webseries Sampurna: ২০২২ সালের মাঝামাঝি সিজিন ১ মুক্তির পর গত বছর ২০২৩ সালে সিজিন ২ মুক্তি পায়। টলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী, বাংলা সিরিজের এই গল্পই নাকি এ বার তৈরি হতে চলেছে হিন্দিতে।
কলকাতাঃ বিয়ের পরে তো স্ত্রীর সবকিছুর মালিকানা স্বামীর কাছেই! স্বামী কি কখনও স্ত্রীকে ধর্ষণ করতে পারে নাকি? এই প্রশ্ন চিরন্তনের। শ্রেনি, ধর্ম নির্বশেষে বহু মহিলা এই সমস্যার শিকার। সমাজের এই গতে বাঁধা প্রশ্নগুলিকেই উত্তর দিতে পরিচালক সায়ন্তন ঘোষাল মারিট্যাল রেপ-কে কেন্দ্র করে বাংলা ভাষায় ওয়েব সিরিজ বানিয়ে ছিলেন। সিরিজের নাম ‘সম্পূর্ণা’। ২০২২ সালের মাঝামাঝি সিজিন ১ মুক্তির পর গত বছর ২০২৩ সালে সিজিন ২ মুক্তি পায়। টলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী, বাংলা সিরিজের এই গল্পই নাকি এ বার তৈরি হতে চলেছে হিন্দিতে।
আরও পড়ুনঃ শ্বশুর হলেন আমির খান! দিলেন মেয়ে-জামাইয়ের সঙ্গে পোজ, প্রকাশ্যে নবদম্পতির ছবি
‘হইচই’ ওটিটি প্ল্যাটফর্মের এই গল্প দর্শকের মনেও প্রশ্ন তুলেছিল, কুড়িয়েছিল প্রশংসা। এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী সোহিনী সরকার এবং রাজনন্দিনী পালকে। দুই অভিনেত্রীর বিপরীতে ছিলেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং অনুভব কাঞ্জিলাল। সূত্রের খবর, এবার এই সিরিজের স্বত্ব কিনেছে ‘ডিজ়নি প্লাস হটস্টার’ নামক ওটিটি প্ল্যাটফর্মটি। তবে, হিন্দি সিরিজে কারা অভিনয় করছে তা এখনও জানা যায়নি।
advertisement
advertisement
এই প্রথমবার ‘হইচই’ এর কোনও সিরিজ হিন্দিতে দেখা যাবে। তবে, ইশা সাহা অভিনীত ‘ইন্দু’ সিরিজ়টি দর্শক দেখেছেন তেলুগু ভাষায়। শুধু তাই নয়, চঞ্চল চৌধুরী অভিনীত ‘হইচই’-এর একটি বাংলাদেশি সিরিজও তৈরি হয়েছিল তেলুগু ভাষায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 04, 2024 2:07 PM IST