Aamir Khan's Daughter Ira Khan Wedding: শ্বশুর হলেন আমির খান! দিলেন মেয়ে-জামাইয়ের সঙ্গে পোজ, প্রকাশ্যে নবদম্পতির ছবি

Last Updated:

Aamir Khan's Daughter Ira Khan Wedding: প্রকাশ্যে এলেন নবদম্পতি। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইরা খান ও নূপুর শিখরে। রেজিস্ট্রি করার পরে, প্রথম মিডিয়ার সামনে আসলেন দম্পতি।

 শ্বশুর হলেন আমির খান! দিলেন মেয়ে-জামাইয়ের সঙ্গে পোজ, প্রকাশ্যে নবদম্পতির ছবি
শ্বশুর হলেন আমির খান! দিলেন মেয়ে-জামাইয়ের সঙ্গে পোজ, প্রকাশ্যে নবদম্পতির ছবি
মুম্বইঃ প্রকাশ্যে এলেন নবদম্পতি। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইরা খান ও নূপুর শিখরে। রেজিস্ট্রি করার পরে, প্রথম মিডিয়ার সামনে আসলেন দম্পতি। এই বিশেষ দিনের জন‍্য, ইরা নীল এবং অফ-হোয়াইট লেহেঙ্গায় লহেঙ্গায় সেজে উঠেছেন। নূপুরের পরনে নীল রঙের শেরওয়ানি। রেজিস্ট্রির পর মেয়ে আর জামাইয়ের সঙ্গে পোজ দিলেন আমির খান।
দীর্ঘ প্রতীক্ষার পর আমির খানের মেয়ে ইরা খান বিয়ে করলেন দীর্ঘদিনের বয়ফ্রেন্ড নুপুর শিখরেকে। গত বছরের শেষ থেকেই তোড়জোড় চলছে জোর কদমে। ৩রা জানুয়ারি, অর্থাৎ আজ হচ্ছে তাঁদের বিয়ে। আমির এবং তাঁর প্রথম স্ত্রী রীনা দত্ত ছাড়াও এই বিয়েতে সমান ভাবে অংশগ্রহণ করেছেন আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাও।
advertisement
advertisement
advertisement
তবে, মেয়ের বিয়েতে আমির খানকে দেখা গেল অন‍্য এক রূপে। সোশ‍্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে বরাত ঢুকতেই আমির নূপুর এবং তাঁর পরিবারের সকলকে উষ্ণ আলিঙ্গনে আহ্বান জানিয়েছেন। অভিনেতা বিশেষ দিনটির জন্য একটি ট্র্যাডিশনাল পোশাক বেছে নিয়েছেন। তাঁকে একটি গোলাপি পাগড়ি-সহ একটি সাদা শেরওয়ানি পরতে দেখা গেছে।
advertisement
আমিরের হবু জামাই নুপুরকে দেখা গেল হাফপ্যান্ট ও টি-শার্টে বিয়ের অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে। বরাতের সঙ্গে না এসে হবু বর তাঁর বাড়ি থেকে বিয়ের স্থান পর্যন্ত ৮ কিলোমিটার জগিং করে আসেন। তবে, পরে তিনি ঢোল তাশার তালে নাচতে তাঁর পরিবারের সঙ্গে যোগ দেন।
আজ, নবদম্পতির রেজিস্ট্রি হল বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ডে। এরপর ৮ জানুয়ারি উদয়পুর প্যালেসে হবে বিয়ের অনুষ্ঠান৷ সেখান থেকে ফিরে এসে মুম্বইয়ে আবার বসবে একটি আসর, যেখানে আমন্ত্রিত বলিউডের সকলে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aamir Khan's Daughter Ira Khan Wedding: শ্বশুর হলেন আমির খান! দিলেন মেয়ে-জামাইয়ের সঙ্গে পোজ, প্রকাশ্যে নবদম্পতির ছবি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement