Sandipta-Ditipriya: দুর্গা-গৌরী, সারদা-রাসমণীর পর ফের জুটি সন্দীপ্তা-দিতিপ্রিয়ার, ১৪ বছরের রসায়ন পর্দায়

Last Updated:

দিতিপ্রিয়ার কথায়, ''আজও দেখা হলে পুঁচি (সন্দীপ্তাকে যে নামে ডাকেন দিতিপ্রিয়া) আমাকে চকোলেট কিনে দেয়। যেন আমি ১৪ বছর আগের সেই ছোট্ট দিতিপ্রিয়া।''

#কলকাতা: মা সারদা আর রানিমা আরও এক বার এক পর্দায়। ১৪ বছর পর একইসঙ্গে অভিনয় করবেন তাঁরা। এ বার মহিলাদের ক্ষমতায়নের গল্প সিরিজের পর্দায় আনছেন সন্দীপ্তা সেন এবং দিতিপ্রিয়া রায়। পরিচালনায় অদিতি রায়। প্রযোজনা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
'করুণাময়ী রাণি রাসমণী' ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া। প্রায় চার বছর টানা। পর্দায় রানিমার মৃত্যুর পর দিতিপ্রিয়া বিদায় জানান এই মেগাকে। তার পর সেখানেই আগমন হয় মা সারদারূপী সন্দীপ্তার। তাই একসঙ্গে অভিনয় করা হয়নি সে বার।
কিন্তু বাংলার এই দুই নায়িকার যোগসূত্র আসলে ১৪ বছর আগেই তৈরি হয়ে গিয়েছে। এসভিএফ-এর ধারাবাহিক 'দুর্গা'-তে মুখ্য ভূমিকায় অভিনয় করতেন সন্দীপ্তা। সেখানেই গৌরী হিসেবে দেখা যায় ছোট্ট দিতিপ্রিয়াকে।
advertisement
advertisement
দিতিপ্রিয়ার কাছে ১৪ বছর আগের সেই সেই টুকরো টুকরো স্মৃতি খুবই আনন্দের। নিউজ18 বাংলাকে তিনি বললেন, "আমরা একই মেকআপ রুমে বসে খাওয়া দাওয়া করতাম এবং পড়াশোনা করতাম। পুঁচি (সন্দীপ্তাকে যে নামে ডাকেন দিতিপ্রিয়া) আমার কাছে অনুপ্রেরণা। সেই সময় ও মাস্টার্স করছে। দেখতাম কী ভাবে পড়াশোনা এবং অভিনয়কে সামলেছিল। তখনই ঠিক করে নিই যে আমাকেও এ ভাবেই দুটোকে সামলাতে হবে। আর আজও দেখা হলে পুঁচি আমাকে চকোলেট কিনে দেয়। যেন আমি ১৪ বছর আগের সেই ছোট্ট দিতিপ্রিয়া। আমরা আবার একসঙ্গে এসভিএফ-এরই প্রযোজনায় কাজ করছি, এটা ভেবেই রোমাঞ্চ হচ্ছে।''
advertisement
এসভিএফ-এর কর্ণধারদ্বয় মহেন্দ্র সোনি এবং শ্রীকান্ত মোহতাকে ধন্যবাদ জানালেন দিতিপ্রিয়া। পাশাপাশি তাঁর কৃতজ্ঞতা অদিতিকেও। তাঁরই পরিচালনায় 'অবশেষে' ছবিতেও কাজ করেছিলেন তিনি। আবারও পুরনো মানুষদের সঙ্গে একজোট হতে পেরে খুব খুশি দিতিপ্রিয়া।
advertisement
সদ্য তাঁর অভিনীত ছবি 'অভিযাত্রিক' জাতীয় পুরস্কার পেয়েছে। দিতিপ্রিয়া ছাড়া এই শুভ্রজিৎ মিত্রের এই ছবিতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তীও।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sandipta-Ditipriya: দুর্গা-গৌরী, সারদা-রাসমণীর পর ফের জুটি সন্দীপ্তা-দিতিপ্রিয়ার, ১৪ বছরের রসায়ন পর্দায়
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement