Salman Khan:১৩ বছর পর কলকাতায় সলমন, কালীঘাটে দেখা করতে পারেন মমতার সঙ্গে

Last Updated:

Salman Khan: শোনা যাচ্ছে, কলকাতায় পা রেখে প্রথমেই কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চলেছেন সলমন খান৷

কলকাতা: দীর্ঘ ১৩ বছর পর তিলোত্তমায় ঝড় তুলতে আসছেন সলমন খান৷ শেষবারের মতো ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন সলমন খান৷ তাই এবারের সলমনের কনসার্ট নিয়ে বেশি উন্মাদনা দর্শকদের মধ্যে তৈরি হয়েছে৷ একাধিকবার মৃত্যুর হুমকি পাওয়ার পর থেকে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছেন সলমন খান৷ এই কারণে বারবার কলকাতায় আসা পিছিয়ে যাচ্ছিল ভাইজান৷ অবশেষে ভাইজান আসছেন কলকাতায়৷ তার এই সফর ঘিরে উত্তেজনা তুঙ্গে ভক্তদের৷ এবার শোনা যাচ্ছে, কলকাতায় পা রেখে প্রথমেই কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চলেছেন সলমন খান৷
সূত্র বলছে, আগামী ১৩ মে অর্থাৎ শনিবার তিলোত্তমায় পা রেখেই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন এবং তারপরই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ চলতি মাসের ১৩ তারিখ ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে কনসার্টে অংশ নিতে চলেছেন সলমন খান৷ সলমনের টিমের পক্ষ থেকেই চূড়ান্ত শিলমোহর দেওয়া হয়েছে৷ অনলাইনে শুরু হয়ে গেছে টিকিট বুকিং৷ ঝড়ের গতিতে টিকিট বিক্রি হচ্ছে৷ মাত্র ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে টিকিট৷ তারপর আরও বেশি মূল্যের টিকিট রয়েছে৷ যেমন- ১৫০০, ১৬৫০, ২৫০০, ৩৫০০ টাকার টিকিটও রয়েছে৷ তবে সর্বোচ্চ টিকিটের দাম ২৫ হাজার টাকা৷ জানা গিয়েছে, ‘ভাইজান জোন’,’টাইগার জোন’, ‘ওয়ান্টেড জোন’-এ বসে সলমনের কনসার্ট দেখতে পারবেন দর্শকরা৷
advertisement
advertisement
এর আগেও শোনা গিয়েছিল, জানুয়ারি মাসে ‘দ্য-ব্যাং’ ট্যুরের অংশ হিসেবে কলকাতায় আসছেন ভাইজান৷ যদিও সেই পরিকল্পনা সফল হয়নি৷ এবার পাকাপাকিভাবে কলকাতায় আসতে চলেছেন সলমন খান৷ ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে কনসার্ট৷ তবে সলমন একা নন, তাঁর সঙ্গে মঞ্চ মাতাতে থাকবেন আরও একঝাঁক তারকা৷ সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, আয়ূশ শর্মা, প্রভু দেবাও এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে৷ কনসার্টের দিন কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে থাকবেন সলমন খান৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan:১৩ বছর পর কলকাতায় সলমন, কালীঘাটে দেখা করতে পারেন মমতার সঙ্গে
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement