Salman Khan : হাতে ছিল না কাজ, একটা শার্ট কেনারও ক্ষমতা ছিল না! জনসমক্ষে আবেগে ভাসলেন সলমন খান
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Salman Khan : ইন্ডাস্ট্রিতে এক সময়ে তাঁকে কতটা স্ট্রাগল করতে হয়েছিল সেই সব কথাই উঠে আসে তাঁর কথায়।
#মুম্বই: সম্প্রতি আবু ধাবিতে হয়ে যাওয়া আইফা (International Indian Film Academy) অ্যাওয়ার্ড শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সলমন খান। সেই সঞ্চালনার সময়ে হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। ইন্ডাস্ট্রিতে এক সময়ে তাঁকে কতটা স্ট্রাগল করতে হয়েছিল সেই সব কথাই উঠে আসে তাঁর কথায়।
ম্যায়নে পেয়ার কিয়া ছবিটি বক্স অফিসে হিট ছিল। কিন্তু তার পরে কোনও কাজই পাননি সলমন। কারণ ছবির জন্য সমস্ত প্রশংসাই নাকি পেয়েছিলেন নায়িকা ভাগ্যশ্রী। সলমন জানান, পরিচালক রমেশ টৌরানিও তাঁকে কেরিয়ার বাঁচাতে খুব সাহায্য করেছিলেন। ১৯৮৯ সালে নায়ক হিসেবে ম্যায়নে পেয়ার কিয়া ছিল সলমনের প্রথম ছবি। এটি ছিল ভাগ্যশ্রীর প্রথম ছবি। বক্স অফিসে তুমুল ব্যবসা করেছিল সেই সময়ে এই ছবি।
advertisement
এই ছবির কিছুদিন পরেই ভাগ্যশ্রী ঘোষণা করেন, তিনি অভিনয় ছাড়ছেন। খুব শীঘ্রই বিয়ে করছেন হিমালয় দাসানিকে। সলমন আইফাতে বলছেন, "ম্যায়নে পেয়ার কিয়ার পরে ভাগ্যশ্রী সিদ্ধান্ত নিল, ও আর অভিনয় করবেনা। কারণ ও বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তার পরে ছবির জন্য ওই পুরো সুনাম অর্জন করে চলে গেল। টানা ছয় মা, আমার হাতে কোনও ছবি ছিল না। তার পরে ঈশ্বর স্বরূপ এক মানুষ, রমেশ টৌরানি আমার জীবনে আসেন।"
advertisement
advertisement
সলমন জানান, এর পরে সেই রমেশ টৌরানির জন্যই তাঁর হাতে আসে 'পাত্থর কে ফুল' ছবিটি। ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। এখানেই শেষ নয়। অভিনেতা সুনীল শেট্টিকেও এই মঞ্চে ধন্যবাদ জানান সলমন। একটি ওয়ালেট ও একটি শার্ট খুব পছন্দ হয়েছিল সলমনের। কিন্তু কেনার সামর্থ ছিল না। সেই শার্ট ও ওয়ালেট উপহার দিয়েছিলেন সুনীল।
advertisement
advertisement
এদিন বনি কাপুরকেও আলিঙ্গন করে কৃতজ্ঞতা জানান ভাইজান। অভিনেতা বলছেন, "সারা জীবন ধরে বনি কাপুর আমায় অনেক সাহায্য করেছেন। সময় যখন ভাল যাচ্ছিল না তখন ওয়ান্টেড ছবিটা তিনিই আমায় দিয়েছিলেন। আর তার পরে আমি পর পর কাজ পেয়েছিলাম।"
advertisement
প্রসঙ্গত, কাজের দিক থেকে সলমনকে এর পরে দেখা যাবে কভি ইদ কভি দিওয়ালি ছবিতে। ছবিতে রয়েছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিলও। এছাড়াও তিনি ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার ৩ নিয়েও ব্যস্ত।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 06, 2022 2:34 PM IST