Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: অনন্তকে বুকে টেনে শুভেচ্ছা, টাইগারকে উষ্ণ আলিঙ্গন, প্রাক-বিবাহ অনুষ্ঠানে সলমনের বিরল দৃশ্য! ভিডিও ভাইরাল

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি নতুন ভিডিওতে দেখা যাচ্ছে, সলমন খানকে টাইগার শ্রফ এবং অনন্ত আম্বানিকে শুভেচ্ছা জানাচ্ছেন।

অনন্তকে বুকে টেনে শুভেচ্ছা, টাইগারকে উষ্ণ আলিঙ্গন, প্রাক-বিবাহ অনুষ্ঠানে সলমনের বিরল দৃশ্য, ভিডিও ভাইরাল
অনন্তকে বুকে টেনে শুভেচ্ছা, টাইগারকে উষ্ণ আলিঙ্গন, প্রাক-বিবাহ অনুষ্ঠানে সলমনের বিরল দৃশ্য, ভিডিও ভাইরাল
জামনগর, গুজরাত: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট প্রাক বিবাহের অনুষ্ঠান শুরু হয়েছে ১ মার্চ থেকে৷ ১-৩ তারিখ গুজরাতের জামনগরে রিলায়েন্স গ্রিনস-এ অনন্ত ও রাধিকার প্রাক-বিবাহের একাধিক অনুষ্ঠানে তারকাদের চাঁদের হাট বসেছে৷ অনন্ত-রাধিকার প্রাক-বিবাহে পুরো অন্য মুডে দেখা গিয়েছে বলিউডের ভাইজান সলমন খানকে৷
ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি নতুন ভিডিওতে দেখা যাচ্ছে, সলমন খানকে টাইগার শ্রফ এবং অনন্ত আম্বানিকে শুভেচ্ছা জানাচ্ছেন। একটি পাঠানি স্যুটে দেখা গিয়েছে সলমনকে৷ ভিডিওতে দেখা যাচ্ছে, অনন্ত কাছে টেনে শুভেচ্ছা জানাচ্ছেন সলমন, পাশাপাশি মজার কিছুও বলতে দেখা গেছে তাকে৷ তারপরই টাইগার শ্রফকে কাছে টেনে উষ্ণ আলিঙ্গন করেন ভাইজান৷ তারপর সলমনের বিশ্বস্ত দেহরক্ষী শেরাকেও শুভেচ্ছা জানিয়েছেন টাইগার শ্রফ৷ সলমনের এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে৷
advertisement
advertisement
advertisement
শাহরুখ খান, আমির খান এবং সলমন খানকে প্রি-ওয়েডিং পার্টিতে পারফর্ম করতে দেখা গেছে। তিন খান এক মঞ্চে, বিশেষ রাতের জন্য অস্কার বিজয়ী গানের জাদু পুনরায় তৈরি করেছিলেন তারা৷ শাহরুখ, সলমন এবং আমিরকে আরআরআর গানের হুক স্টেপ করতে দেখা গেছে, যা নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
advertisement
জামনগরে রিলায়েন্স গ্রিনস কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ উৎসব। সেখানে যোগ দিয়েছেন প্রায় ২০০০ অতিথি। এঁদের মধ্যে রয়েছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্প বলিউডের সুপারস্টার শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, অক্ষয় কুমার, জাহ্নবী কাপুর, কিয়ারা আডবানি, সিদ্ধার্থ মালহোত্রা, সাইনা নেহওয়াল, শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে, আদিত্য রয় কাপুর, হার্দিক পাণ্ডে, সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, সইফ আলি খান, করিনা কাপুর খান, নীতু কাপুর এবং মাধুরী দীক্ষিত-সহ আরও অনেক তারকা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: অনন্তকে বুকে টেনে শুভেচ্ছা, টাইগারকে উষ্ণ আলিঙ্গন, প্রাক-বিবাহ অনুষ্ঠানে সলমনের বিরল দৃশ্য! ভিডিও ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement