Salman Khan on Lata Mangeshkar: 'লতাজির মতো আর কেউ হবে না', গান গেয়ে শ্রদ্ধা নিবেদন মনমরা সলমান খানের! দেখুন

Last Updated:

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সলমান (Salman Khan on Lata Mangeshkar)।

Salman Khan on Lata Mangeshkar
Salman Khan on Lata Mangeshkar
#মুম্বই: গত ৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন ভারতের কোকিলকণ্ঠী, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। শনিবার প্রয়াত গায়িকাকে গান গেয়ে শ্রদ্ধা নিবেদন করলেন বলিউড তারকা সলমান খান (Salman Khan on Lata Mangeshkar)। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সলমান (Salman Khan on Lata Mangeshkar)। সেখানে দেখা গিয়েছে, নিজের বাড়িতে একেবারে ঘরোয়া মেজাজে লতা মঙ্গেশকরের বিখ্যাত গান গাইছেন সলমান। সেই ভিডিও শেয়ার করে সলমান ক্যাপশনে লিখেছেন, 'কোনওদিন ছিল না, কোনওদিন লতাজির মতো কেউ হবে না'। তাঁকে দেখেই বোঝা যাচ্ছে তারকা শিল্পীকে হারিয়ে মন ভেঙেছে অভিনেতার (Salman Khan on Lata Mangeshkar)।
গত ৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের শিবাজি পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে হাজির হয়েছিলেন বলিউডের বহু তারকা। শাহরুখ খান, আমির খান, শ্রদ্ধা কাপুর, বিদ্যা বালন, রণবীর কাপুরকে দেখা গিয়েছিল সেখানে। তবে সলমানকে সেদিন দেখা যায়নি। লতা মঙ্গেশকরের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন সঞ্জয় লীলা বনশালী, অমিতাভ বচ্চন, শ্বেতা বচ্চন নন্দা, অনুপম খের, মধুর ভান্ডারকরেরা। অবশেষে সলমান নিজেই লতা মঙ্গেশকরের গান গেয়ে শ্রদ্ধা জানালেন এভাবে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: অভিনেত্রীদের গানে প্রাণ দিতেন লতা মঙ্গেশকর, সুরসম্রাজ্ঞীর পছন্দের নায়িকা কে ছিলেন? জানালেন শত্রুঘ্ন সিনহা
৯২ বছরের লতা মঙ্গেশকর এ মাসের শুরুতেই করোনায় আক্রান্ত হন এবং তাঁকে দক্ষিণ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা চলে তাঁর। প্রাথমিক ভাবে কিছুটা সেরে উঠলেও শেষ পর্যন্ত ৬ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বলিউডে বহু গান গেয়েছেন লতা মঙ্গেশকর। অসংখ্য হিট গান তাঁর গলায় আজও সমান জনপ্রিয়।
advertisement
কাজের দিক থেকে সলমান খান ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার ৩-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত। শোনা গিয়েছে এই ছবিতে শাহরুখ খান ও ইমরান হাশমিকে ক্যামিও করতে দেখা যাবে। এর পর সলমানকে দেখা যাবে কভি ঈদ কভি দিওয়ালি ছবিতে, পূজা হেগড়ের সঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan on Lata Mangeshkar: 'লতাজির মতো আর কেউ হবে না', গান গেয়ে শ্রদ্ধা নিবেদন মনমরা সলমান খানের! দেখুন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement