Salman Khan House Firing: পুলিশের হেফাজতে থেকেই আত্মহত্যা! সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তের মৃত্যু

Last Updated:

Salman Khan House Firing: অনুজ থাপন নামে অভিযুক্তকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। গত ১৪ এপ্রিল বলিউড অভিনেতার বাড়ির বাইরে গুলি চালানোর জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করার অভিযোগ উঠেছিল থাপনের বিরুদ্ধে।

মুম্বই: অভিনেতা সলমন খানের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনায় দুই অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। আজ, বুধবার তাদেরই মধ্যে একজন পুলিশের হেফাজতেই আত্মহত্যা করেছে বলে সূত্রের খবর। যদিও এখনও এই ঘটনার আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
অনুজ থাপন নামে অভিযুক্তকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। গত ১৪ এপ্রিল বলিউড অভিনেতার বাড়ির বাইরে গুলি চালানোর জন্য ব্যবহৃত অস্ত্র সরবরাহ করার অভিযোগ উঠেছিল থাপনের বিরুদ্ধে। সূত্রের খবর, কী কারণে থাপন এত কঠোর পদক্ষেপ নিল তা খতিয়ে দেখবে মুম্বই পুলিশ।
advertisement
advertisement
এদিকে, আরও দুইজন, ভিকি গুপ্তা এবং সাগর পাল, যারা সালমানের বাসভবনের বাইরে গুলি চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে তারাও পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার রাতে মোটরসাইকেলে এলাকা ছেড়ে যাওয়ার সময় সিসিটিভিতে ধরা পড়ার পর তাদের গ্রেফতার করা হয়।
DISCLAIMER: This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan House Firing: পুলিশের হেফাজতে থেকেই আত্মহত্যা! সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তের মৃত্যু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement