Salil Chowdhury: সলিল চৌধুরীর ৯৮ তম জন্মবার্ষিকীতে গণচেতনার গান ও কবিতার আসর কলকাতায়
- Published by:Teesta Barman
- Written by:Manash Basak
Last Updated:
Salil Chowdhury: ১৯ নভেম্বর, ২০২৩ কলকাতার উত্তম মঞ্চে, সন্ধ্যা ৬:৩০টায় অনুষ্ঠিত হবে সলিল চৌধুরীর ৯৮ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান। সলিল চৌধুরীর গণচেতনার গান ও কবিতা।
কলকাতা: আগামী ১৯ নভেম্বর। সলিল চৌধুরীর জন্মদিন। কিংবদন্তি সঙ্গীত শিল্পীর ৯৮ তম জন্মবার্ষিকীতে গণচেতনার গান ও কবিতার আসর শহরে ‘সেদিন আর কত দূরে।’
১৯ নভেম্বর, ২০২৩ কলকাতার উত্তম মঞ্চে, সন্ধ্যা ৬:৩০টায় অনুষ্ঠিত হবে সলিল চৌধুরীর ৯৮ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান। সলিল চৌধুরীর গণচেতনার গান ও কবিতা। আয়োজনে ‘সুরধ্বনি’। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা এবং পরিচালনায় অন্তরা চৌধুরী।
২০২৫ সালে তাঁর জন্মশতবর্ষ পূর্ণ হবে। এই অনুষ্ঠানটি একটি মনোমুগ্ধকর সুরের জার্নি তুলে ধরবে যার মধ্যে সলিল চৌধুরীর গণচেতনার আন্দোলনকারী মনের সৃষ্ট অনেক গান এবং গভীর মননের কবিতা নিয়ে অনুষ্ঠানে সলিল চৌধুরী জন্মশতবর্ষ সমিতি (এসসিবিসিএস) নামে একটি কমিটি গঠনের ঘোষণাও এই বিশেষ দিনে করা হবে।
advertisement
advertisement
এইদিন শিল্পীদের মধ্যে থাকছেন হৈমন্তী শুক্লা, শ্রীকান্ত আচার্য, শ্রীরাধা বন্দোপাধ্যায়, সৈকত মিত্র, শ্রাবণী সেন, লোপামুদ্রা মিত্র, মনোময় ভট্টাচার্য, শম্পা কুন্ডু, ব্রততী বন্দোপাধ্যায়, সুমন্ত্র সেনগুপ্ত, কল্যাণ সেন বরাট তাঁর কলকাতা কয়ারের শিল্পীরা এবং অন্তরা চৌধুরী নিজেই তাঁর সুরধ্বনির ছাত্রদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানটিকে এক বিশেষ রূপদান করবেন।
advertisement
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. পবিত্র সরকার এবং সম্মানিত অতিথি পণ্ডিত তন্ময় বোস এবং শ্রী দেবাশিস কুমারও উপস্থিত থাকবেন।
অন্তরা চৌধুরী বলেন, “আসুন আমরা সবাই কিংবদন্তি সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানাতে যোগদান করি এই অনুষ্ঠানে এবং ১৯ নভেম্বর, ২০২৪-২৫ সময়কালে তাঁর আসন্ন জন্মশতবার্ষিকী উদযাপনের পথের শুভ সূচনা করি।”
সলিল চৌধুরী ও তাঁর গান সারা জীবন শ্রোতাদের হৃদয়ে রয়ে যাবে। তাই তাঁর পার্থিব শরীর এই ত্রিভুবনে না থাকলেও গানে গানে, মনে মনে সলিল চৌধুরী সদাই বিরাজমান। ১৯ নভেম্বর এলে সেটা যেন আরও একবার নতুন করে নাড়া দিয়ে যায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2023 10:42 PM IST