• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ক্যামেরার সামনে ৭ বার নগ্ন হতে হয়েছিল ! বিস্ফোরক মন্তব্য বলিউড অভিনেত্রীর

ক্যামেরার সামনে ৭ বার নগ্ন হতে হয়েছিল ! বিস্ফোরক মন্তব্য বলিউড অভিনেত্রীর

Photo Credit: Netflix

Photo Credit: Netflix

নেটফ্লিক্সের ওয়েব সিরিজ সেক্রেড গেম এখন ঝড় তুলেছে বিনোদন জগতে ৷

 • Share this:

  #মুম্বই: নেটফ্লিক্সের ওয়েব সিরিজ সেক্রেড গেম এখন ঝড় তুলেছে বিনোদন জগতে ৷ রোজই বিনোদন দুনিয়ার খবরের শিরোনামে উঠে আসছে অনুরাগ কাশ্যপ ও বিক্রম আদিত্য মোতওয়ানির এই ওয়েব সিরিজ ৷ তবে এবার এই ওয়েব সিরিজের এক দৃশ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেত্রী কুবরা সাইত ৷ এক ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে, কুবরা জানান, ‘পরিচালকের কথায় ক্যামেরার সামনে আমাকে ৭ বার নগ্ন হতে হয়েছিল !’

  সেক্রেড গেম ওয়েব সিরিজে কুবরাকে এক রূপান্তরকামী বার ড্যান্সারের চরিত্রে দেখা গিয়েছে ৷ কুবরা জানান, ‘বিক্রম আমাকে বার বার একই দৃশ্যে অভিনয় করতে বলছিল ৷ আর বার বারই বলছিল এটাই শেষবার ৷ আমাকে ক্যামেরার সামনে একেবারে নগ্ন হয়ে দাঁড়াতে হয়েছিল ৷ প্রত্যেকটি শটের পরেই আমি মাটিতে শুয়ে হাউ হাউ করে কেঁদে উঠছিলাম ৷’

  কুবরা আরও বলেন, ‘তবে যখন দৃশ্যটি দেখি ৷ আমি হতবাক হই ৷ অদ্ভুত সুন্দরভাবে ওই দৃশ্যটি দৃশ্যায়ণ করেছেন বিক্রম ৷ আমি সত্যিই আপ্লুত ৷ তবে বিক্রম কিন্তু বার বার আমার কাছে ক্ষমাও চেয়েছেন, এই দৃশ্যটিকে বার বার ক্যামেরা বন্দি করার জন্য ৷ ’

  আরও পড়ুন 

  রজনীকান্তের স্ত্রীয়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ

  First published: