শাড়ি কী ভারতীয় নারী হওয়ার পরিচয় ? শাড়ি না পড়লে কী ভারতীয় সংস্কৃতির অপমান? সব্যাসাচীর মনে হয়েছে ভারতীয় নারীরা পাশ্চাত্য পোশাকের দিকে বেশি ঝুকে। শাড়ি পড়তে একেবারেই আগ্রহী নয় তাঁরা। নিজের সংস্কতির ভূলে গিয়ে ভারতীয় নারীরা ছিন্নমূল হয়ে যাচ্ছে। সব্যসাচীর কথা নাকি পুরোপুরি জেন্ডার বায়াসড। শুরু হয়েছে বিতর্ক। একদল সব্যসাচীর দিকে অন্যদল তাঁর দিকে রে রে করে তেড়ে আসছে। তাঁদের দাবি শাড়ির প্রসঙ্গ নিয়ে এত কথা বললেও পুরুষদের ধুতি পড়া নিয়ে চুপ কেন ফ্যাশন ডিজাইনার।
advertisement
রীতিমতো রেগেমেগে নেটিজেনরা ফ্যাশন ডিজাইনারকে এক হাত নিয়েছেনও। অনেকেই তো বলেছেন আপনার শাড়ি কেনার ক্ষমতা নেই। তাই পড়তে পারি না। কেউ আবার বলেছেন আপনার লজ্জা হওয়া উচিত। একজন পুরুষ হয়ে মহিলাদের অপমান করেন। তবে সব্যসাচীর পাশে দাড়িয়েছেন অনেকেই।
ধরে বাইরে বিতর্কে মুখ খুলেছেন সব্যসাচী। তিনি জানিয়েছেন
সব্যসাচীর প্রত্যুত্তর
-----------------
-শাড়ির ঐতিহ্য ও উদযাপনের কথা বলেছিলাম
advertisement
-জেন্ডার বায়াসড বিষয় নিয়ে কোনও মন্তব্য করিনি
-কথা বলার সময় মেপে কথা বলা আমার স্বভাব নয়
-প্রসঙ্গ শাড়ি বলে উঠেছিল ভারতীয় নারীদের কথা
-নারীদের স্বাধীনতা বা তাঁরা কী পরতে চান, তা নিয়ে মন্তব্য করিনি
তবে সব্যসাচী বিতর্ককে স্পোটিংলি নিচ্ছেন। তাঁর বক্তব্য তিনি একটা কথা বলেছেন, তাই নিয়ে নানাজনের নানা মত। সেটা থাকতেই পারে। আলটিমেটলি দেখতে হবে এর থেকে সদর্থক কিছু উঠে আসছে কিনা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷