আজ ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তীর জন্মদিন, বাবাকে শুভেচ্ছা দুই আত্মজ গৌরব ও অর্জুনের

Last Updated:

Sabtasachi Chakrabarty Birthday : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর জন্মদিন অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ৷ সৌমিত্র-উত্তর দীর্ঘ প্রজন্মের কাছে তিনিই ফেলুদা ৷ অভিনয়ের বাইরে তিনি আদ্যন্ত বন ও বন্যপ্রাণপ্রেমী ৷ ভালবাসেন অরণ্যচারী হয়ে অবসর কাটাতে ৷

ফেসবুকে পোস্ট করেছেন বাবা-ছেলের পাঞ্জা লড়ার ছবি
ফেসবুকে পোস্ট করেছেন বাবা-ছেলের পাঞ্জা লড়ার ছবি
কলকাতা : গল্পের ফেলুদার বয়স বাড়ে না ৷ প্রোফেসর শঙ্কুর জন্মদিন হিসেবে পয়লা আষাঢ় উল্লেখ করলেও মিস্টার মিটারের জন্মদিন নিয়ে নীরবই থেকেছেন স্রষ্টা ৷ কিন্তু বাস্তবের ফেলুদার জন্মদিন আসে ৷ বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর জন্মদিন অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ৷ সৌমিত্র-উত্তর দীর্ঘ প্রজন্মের কাছে তিনিই ফেলুদা ৷ অভিনয়ের বাইরে তিনি আদ্যন্ত বন ও বন্যপ্রাণপ্রেমী ৷ ভালবাসেন অরণ্যচারী হয়ে অবসর কাটাতে ৷ আর তাঁর জ্যেষ্ঠ পুত্র ভালবাসেন বাবাকে নিজের নায়কের আসনে রাখতে, জীবনভর ৷
সে কথাই বৃহস্পতিবার লিখেছেন সব্যসাচীপুত্র গৌরব ৷ ফেসবুকে পোস্ট করেছেন বাবা-ছেলের পাঞ্জা লড়ার ছবি ৷ ঘরোয়া পরিসরে সেই ‘লড়াই’-এ দু’জনের মুখেই হাসি ৷ জয়ের হাসি এবং পরাজয়েও বিজিতের হাসি ৷ কারণ গৌরব জানেন, তিনি ৫ বছরের শিশু হোন বা ৩৫ বছর বয়সি যুবক, তাঁর বাবা সব সময় তাঁকেই জিততে দেবেন ৷ আত্মজের জয়েই মিশে থাকে বাবার আনন্দ ৷ বাবা তাঁর নায়ক ৷ তাঁর আদর্শ ৷ তাঁর গুরু ৷ এই বার্তার সঙ্গেই সব্যসাচীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর উত্তরসূরি ৷
advertisement
advertisement
দাদার প্রোফাইলে যদি বাবার সঙ্গে পাঞ্জার লড়ার ছবি, ছোট ভাই অর্জুনের প্রোফাইলে জ্বলজ্বল করছে সব্যসাচীর অভিযাত্রী রূপ ৷ এখানে গাড়িতে আসীন অভিনেতাকে দেখে মনে আসতেই পারে ফেলু-অনুষঙ্গ ৷ ছবির সঙ্গে ক্যাপশনে অর্জুন কুর্নিশ জানিয়েছেন বাবা হিসেবে সব্যসাচীর ভূমিকাকে ৷ গৌরব এবং অর্জুনের দু’জনের পোস্টেই এসেছে অগণিত শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা ৷ টলিউডের অন্যান্য তারকা তো বটেই ৷ অভিনেতাকে ‘শুভ জন্মদিন’ জানিয়েছেন অসংখ্য সাধারণ মানুষ ৷
advertisement
প্রসঙ্গত বাবার মতো সব্যসাচী চক্রবর্তীর দুই ছেলের অভিনয়-অভিযানও বড় পর্দার আগে শুরু হয়েছে ছোট পর্দাতেই ৷ গৌরব ও অর্জুন একসঙ্গে আত্মপ্রকাশ করেন স্টার জলসায় ‘গানের ওপারে’ ধারাবাহিকে ৷ ধারাবাহিকে দু’জনের অভিনয়ই সমাদৃত হয়েছিল দর্শকমহলে ৷ সময়ের সঙ্গে দু’জনেই এগিয়ে গিয়েছেন নিজস্ব ধারায়, স্বকীয় গতিতে ৷ আজ বাংলা ছবির তরুণ তুর্কীদের মধ্যে অন্যতম গৌরব এবং অর্জুন ৷ তাঁদের অভিনয় মনে করিয়ে দেয় কয়েক দশক আগের ‘তেরো পার্বণ’-এর ‘গোরা’-কে ৷ কলকাতা দূরদর্শনের জনপ্রিয়তার স্বর্ণযুগে দর্শকদের মণিকোঠায় স্থান পেয়েছিল ‘তেরো পার্বণ’ ধারাবাহিক এবং ‘গোরা’ চরিত্রে সব্যসাচীর অভিনয় ৷ দর্শকদের কাছে তিনি হয়ে উঠেছিলেন শুধুই ‘গোরা’ ৷
advertisement
আরও পড়ুন :  ২০২৩-এর পুজোয় আসছে 'অরণ্যের দিনরাত্রি'! মুখ্য চরিত্রে জিতু কমল!
বড়পর্দায় অভিনেতার প্রথম আত্মপ্রকাশ ১৯৯২ সালে, তপন সিনহার ছবি ‘অন্তর্ধান’-এ ৷ তাঁর ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য হল ‘দামু’, ‘লাঠি’, ‘ফেরারি ফৌজ’, ‘দেশ’, ‘নিশিযাপন’, ‘মহুলবনীর সেরেঞ’, ‘হারবার্ট’, ‘বো ব্যারাকস ফর এভার’, ‘হেমলক সোসাইটি’, ‘মেঘনাদ বধ রহস্য’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘ভবিষ্যতের ভূত’ এবং ‘অভিযাত্রিক’ ৷ বাংলার বাইরে রয়েছে ‘দিল সে’, ‘পরিণীতা’, ‘দ্য নেমসেক’-এর মতো ছবিও ৷
advertisement
আরও পড়ুন :  সকলের সাহায্যে শোধ গৃহঋণ, বিপদমুক্তির পর সকলকে কৃতজ্ঞতা প্রয়াত অভিনেতার স্ত্রীর
সব ছবির সব রকম ভূমিকা ছাপিয়ে তিনি ধরা দিয়েছেন ফেলুদা এবং কাকাবাবু হয়ে ৷ ‘বোম্বাইয়ের বোম্বেটে’, ‘টিনটোরেটোর যীশু’, ‘গোরস্থানে সাবধান’, ‘রয়্যাল বেঙ্গল রহস্য’, ‘বাক্স রহস্য’, ‘গোঁসাইপুর সরগরম’, ‘কৈলাসে কেলেঙ্কারি’-র পাশাপাশি দর্শকদের খুব কাছের ‘কাকাবাবু হেরে গেলেন’ এবং ‘এক টুকরো চাঁদ’ ৷ এই অভিযান তথা ছবিগুলোর মতো অভিনেতা সব্যসাচী চক্রবর্তীও চিরসবুজ ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আজ ‘ফেলুদা’ সব্যসাচী চক্রবর্তীর জন্মদিন, বাবাকে শুভেচ্ছা দুই আত্মজ গৌরব ও অর্জুনের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement