Hrithik Roshan and Saba Azad : নেই কোনও লুকোচুরি, গোপন কথাটি আর গোপান রাখতে চান না হৃতিক-সাবা?

Last Updated:

Hrithik Roshan and Saba Azad : সম্পর্ক নিয়ে এখনও কোনও অফিশিয়াল স্টেটমেন্ট দেননি হৃতিক বা সাবা, কেউই৷ নিজেদের ঘনিষ্ঠতায় শিলমোহর দিতে চাননি প্রকাশ্যে৷

Hrithik Roshan and Saba Azad
Hrithik Roshan and Saba Azad
মুম্বই : হৃতিক রোশন এবং তাঁর গুঞ্জরিত বান্ধবী সাবা আজাদ (Saba Azad) কি আর তাঁদের গোপন কথাটি গোপন রাখতে চাইছেন না? এ বছরের গোড়াতেই তাঁদের ডেটিং নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল টিনসেল টাউনের বাতাসে৷ ডিনার ডেটে তাঁদের দেখা গিয়েছিল একসঙ্গে৷ তার পর জল্পনা ক্রমেই ঘনীভূত হয়েছে যখন হৃতিকের (Hrithik Roshan) পরিবারের সঙ্গে সাবা ক্রমে ঘনিষ্ঠ হয়েছেন৷ এমনকী, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গেও তাঁর হৃদ্যতা হয়েছে৷ সম্পর্ক নিয়ে এখনও কোনও অফিশিয়াল স্টেটমেন্ট দেননি হৃতিক বা সাবা, কেউই৷ নিজেদের ঘনিষ্ঠতায় শিলমোহর দিতে চাননি প্রকাশ্যে৷ এর আগে হৃতিক অবশ্য হাল্কাভাবে আভাস দিয়েছিলেন যে তিনি প্রেমের বাঁধনে আবার বাঁধা পড়েছেন৷
এ বার হয়তো সাবা তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আনতে চলেছেন৷ সম্প্রতি এই অভিনেত্রী-গায়িকা একটি ভিডিও শেয়ার করেছেন৷ যেখানে তিনি সেখানে তিনি দাঁড়িয়ে আছেন তাঁর মিউজিক্যাল পার্টনার তথা প্রাক্তন প্রেমিক ইমাদ শাহের সঙ্গে৷ ছবিটি শেয়ার করে তিনি অনুরাগীদের আহ্বান করেছেন সেই অনুষ্ঠানে হাজির থাকতে৷
advertisement
advertisement
সাবার পোস্ট করা ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন হৃতিকও৷ সঙ্গে আক্ষেপ প্রকাশ করেছেন, তিনি যদি ওই অনুষ্ঠানে থাকতে পারতেন! সাবা উত্তর দিয়েছেন, তিনিও চাইছেন যদি হৃতিক থাকতেন সেখানে...৷ তাঁদের এই ভার্চুয়াল কথোপকথন থেকেই নেটিজেনদের ধারণা, তাহলে কি এ বার সব অফিশিয়াল? আর কোনও লুকোচুরি রইল না?
advertisement
আরও পড়ুন :  রোগা হতে চাইছেন? নিয়মিত বেশি করে তেঁতুল খান
বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে হৃতিক ও তাঁর প্রেমিকা সাবার সম্পর্ক দাঁড়িয়ে আছে শক্ত ভিতের উপর৷ এবং হৃতিকের পরিবারের সকলেরই পছন্দ সাবাকে৷ এখন অনুরাগীদের অপেক্ষা, কবে হৃতিক নিজে বলবেন তাঁদের প্রেমের উপাখ্যান৷
আরও পড়ুন : সফ্ট ড্রিঙ্ক নয়, স্বল্প ব্যয়ে গরমে সুস্থ থাকতে সঙ্গী করুন এদের
গুঞ্জন, সঙ্গীত নিয়ে সাবার কাজই এই প্রেমের অনুঘটক৷ তাঁর নিজের লেখা নাকি সাবা মাঝে মাঝেই শেয়ার করেন সুজানের সঙ্গে৷ জানতে চান তাঁর ফিডব্যাক৷ সাবার কাজ খুবই পছন্দ করেন হৃতিকও৷ এমনকী, হৃতিকের দুই ছেলে রেহান ও হৃদানও নাকি সাবার ভক্ত৷ পাশাপাশি, হবু শাশুড়ি ও হবু ননদের মনও নাকি ইতিমধ্যেই জয় করে নিয়েছেন সাবা৷
advertisement
প্রসঙ্গত নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক শাহের ছেলে ইমাদের সঙ্গে সাবার দীর্ঘ সাত বছরের প্রেম ভেঙে যায় ২০২০ সালে৷ অন্যদিকে হৃতিক ও সুজানের ১৪ বছরের দাম্পত্যে ইতি পড়ে ২০১৪ সালে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Hrithik Roshan and Saba Azad : নেই কোনও লুকোচুরি, গোপন কথাটি আর গোপান রাখতে চান না হৃতিক-সাবা?
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement