Hrithik Roshan and Saba Azad : নেই কোনও লুকোচুরি, গোপন কথাটি আর গোপান রাখতে চান না হৃতিক-সাবা?

Last Updated:

Hrithik Roshan and Saba Azad : সম্পর্ক নিয়ে এখনও কোনও অফিশিয়াল স্টেটমেন্ট দেননি হৃতিক বা সাবা, কেউই৷ নিজেদের ঘনিষ্ঠতায় শিলমোহর দিতে চাননি প্রকাশ্যে৷

Hrithik Roshan and Saba Azad
Hrithik Roshan and Saba Azad
মুম্বই : হৃতিক রোশন এবং তাঁর গুঞ্জরিত বান্ধবী সাবা আজাদ (Saba Azad) কি আর তাঁদের গোপন কথাটি গোপন রাখতে চাইছেন না? এ বছরের গোড়াতেই তাঁদের ডেটিং নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল টিনসেল টাউনের বাতাসে৷ ডিনার ডেটে তাঁদের দেখা গিয়েছিল একসঙ্গে৷ তার পর জল্পনা ক্রমেই ঘনীভূত হয়েছে যখন হৃতিকের (Hrithik Roshan) পরিবারের সঙ্গে সাবা ক্রমে ঘনিষ্ঠ হয়েছেন৷ এমনকী, হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গেও তাঁর হৃদ্যতা হয়েছে৷ সম্পর্ক নিয়ে এখনও কোনও অফিশিয়াল স্টেটমেন্ট দেননি হৃতিক বা সাবা, কেউই৷ নিজেদের ঘনিষ্ঠতায় শিলমোহর দিতে চাননি প্রকাশ্যে৷ এর আগে হৃতিক অবশ্য হাল্কাভাবে আভাস দিয়েছিলেন যে তিনি প্রেমের বাঁধনে আবার বাঁধা পড়েছেন৷
এ বার হয়তো সাবা তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আনতে চলেছেন৷ সম্প্রতি এই অভিনেত্রী-গায়িকা একটি ভিডিও শেয়ার করেছেন৷ যেখানে তিনি সেখানে তিনি দাঁড়িয়ে আছেন তাঁর মিউজিক্যাল পার্টনার তথা প্রাক্তন প্রেমিক ইমাদ শাহের সঙ্গে৷ ছবিটি শেয়ার করে তিনি অনুরাগীদের আহ্বান করেছেন সেই অনুষ্ঠানে হাজির থাকতে৷
advertisement
advertisement
সাবার পোস্ট করা ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন হৃতিকও৷ সঙ্গে আক্ষেপ প্রকাশ করেছেন, তিনি যদি ওই অনুষ্ঠানে থাকতে পারতেন! সাবা উত্তর দিয়েছেন, তিনিও চাইছেন যদি হৃতিক থাকতেন সেখানে...৷ তাঁদের এই ভার্চুয়াল কথোপকথন থেকেই নেটিজেনদের ধারণা, তাহলে কি এ বার সব অফিশিয়াল? আর কোনও লুকোচুরি রইল না?
advertisement
আরও পড়ুন :  রোগা হতে চাইছেন? নিয়মিত বেশি করে তেঁতুল খান
বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে হৃতিক ও তাঁর প্রেমিকা সাবার সম্পর্ক দাঁড়িয়ে আছে শক্ত ভিতের উপর৷ এবং হৃতিকের পরিবারের সকলেরই পছন্দ সাবাকে৷ এখন অনুরাগীদের অপেক্ষা, কবে হৃতিক নিজে বলবেন তাঁদের প্রেমের উপাখ্যান৷
আরও পড়ুন : সফ্ট ড্রিঙ্ক নয়, স্বল্প ব্যয়ে গরমে সুস্থ থাকতে সঙ্গী করুন এদের
গুঞ্জন, সঙ্গীত নিয়ে সাবার কাজই এই প্রেমের অনুঘটক৷ তাঁর নিজের লেখা নাকি সাবা মাঝে মাঝেই শেয়ার করেন সুজানের সঙ্গে৷ জানতে চান তাঁর ফিডব্যাক৷ সাবার কাজ খুবই পছন্দ করেন হৃতিকও৷ এমনকী, হৃতিকের দুই ছেলে রেহান ও হৃদানও নাকি সাবার ভক্ত৷ পাশাপাশি, হবু শাশুড়ি ও হবু ননদের মনও নাকি ইতিমধ্যেই জয় করে নিয়েছেন সাবা৷
advertisement
প্রসঙ্গত নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক শাহের ছেলে ইমাদের সঙ্গে সাবার দীর্ঘ সাত বছরের প্রেম ভেঙে যায় ২০২০ সালে৷ অন্যদিকে হৃতিক ও সুজানের ১৪ বছরের দাম্পত্যে ইতি পড়ে ২০১৪ সালে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Hrithik Roshan and Saba Azad : নেই কোনও লুকোচুরি, গোপন কথাটি আর গোপান রাখতে চান না হৃতিক-সাবা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement