তেঁতুল ভিটামিন এ-তে ভরপুর৷ চোখের স্বাস্থ্য ভাল রাখতে তেঁতুল প্রয়োজনীয়৷ ছানি, রেটিনা সংক্রান্ত সমস্যা-সহ চোখের অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণ করে তেঁতুল৷ বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তিজনিত সমস্যা হয়ে যায় তেঁতুলের গুণে৷ তেঁতুলের ক্বাত্থ পান করলে সেরে যায় ড্রাই আইজ-এর সমস্যা৷