Saba Azad: ঝরঝরে বাংলায় হৃতিক রোশনের বান্ধবী সাবা গাইলেন 'মহারজা তোমারে সেলাম', ভিডিও দেখে তারিফ নেটিজেনদের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
#মুম্বই: ইদানীং বলিটাউনের অলিতে-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে, বলিউডের গায়িকা সাবা আজাদের (Saba Azad) সঙ্গে প্রেমে মজেছেন হৃতিক রোশন। সম্প্রতি সাবা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন, যা দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে!
বিগত কিছুদিন ধরে সাবার শরীর তেমন ভাল যাচ্ছে না! শারীরিক অসুস্থতার জন্য বাড়িতেই রয়েছেন! স্বাভাবিকভাবেই মনটা খারাপ! তাই মন ভাল করার জন্য গান শুনতে শুরু করলেন সাবা! কী গান? শুনলে চমকে যাবেন! সত্যজিৎ রায়ের কিংবদন্তী 'গুপি গাইন বাঘা বাইন'-এর গান 'মহারাজ তোমারে সেলাম' শুনছেন বলিউডের সাবা! শুধু শুনলেনই না, 'মহারাজা তোমারে সেলাম' গেয়েও উঠলেন সাবা আজাদ (Saba Azad sings a Bangla song)।
advertisement
advertisement
advertisement
সাবা একটি ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, যেখানে দেখা যাচ্ছে স্পষ্ট, ঝরঝরে বাংলা উচ্চারণে সাবা গাইছেন 'মহারাজা তোমারে সেলাম' (Saba Azad sings a Bangla song)! ক্যাপশনে তিনি লিখেছেন, '' বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছি! একফোঁটা এনার্জি অবশিষ্ট নেই। যখন ছোট ছিলাম, একটা ফিল্ম ফেস্টিভ্যালে সত্যজিৎ রায়ের ক্লাসিক ছবি 'গুপি গাইন বাঘা বাইন' দেখেছিলাম, তার পরেই বাবা-মা আমায় 'গুপি গাইন বাঘা বাইন'-এর সাউন্ডট্র্যাকের ক্যাসেট-টেপ এনে দিয়েছিল। সেই সময় আমি বাংলা কিছুই বুঝতাম না। কিন্তু কিছুদিনের মধ্যেই ওই ক্যাসেটটা আমার প্রিয় হয়ে ওঠে! প্রতিটা গানের লিরিক্স আমার ঝরঝরে মুখস্থ ছিল। একটা বর্ণও না বুঝে গান ভালবেসে ফেলা, এটা মিউজিকেই সম্ভব! গানে ভাষা বোঝার কোনও প্রয়োজন নেই। যদি কোনও গানের সুর আপনাকে নাড়া দেয়, তা হলে নাড়া দেয়... ব্যাস!''
advertisement
সাবা আরও জানান, ''কিছুদিন আগে বাড়িতে বন্ধু-বান্ধবেরা এসেছিল। এতবছর বাদে গানটা গেয়ে দেখলাম, এক বর্ণও ভুলিনি (Saba Azad sings a Bangla song)।''
সাবার পোস্টে প্রথম কমেন্ট করেন হৃতিক রোশন। তিনি আপ্লুত, বলেন '' তোমার মতো মানুষ হয় না।'' সাবার গান শুনে প্রশংসায় পঞ্চমুখ অপর্ণা সেনের কন্যা অভিনেত্রী কঙ্কনা শেনশর্মাও! লেখেন, '' গানটি আমারও খুব প্রিয়। তোমার উচ্চারণও একদম পারফেক্ট''
advertisement
এবার কী তবে হৃতিক আর সাবা বিয়ে করতে চলেছেন? সূত্র বলছে, বন্ধু ফারহান আখতারের বিয়েতে উপস্থিত হওয়ার পর নাকি সে রকমই ইচ্ছে জেগেছে হৃতিকের। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সাবার সঙ্গে সম্পর্কে খুবই একনিষ্ঠ হৃতিক। তিনি চান, প্রেমের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। কেবল পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই বিয়ে হবে সাবা-হৃতিকের। তবে, কবে বিয়ে হবে তা এখনও স্পষ্ট নয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2022 4:00 PM IST