S D Burman: বিশ্ববরেণ্য শিল্পী শচীন দেববর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক পশ্চিম মেদিনীপুরের, জানুন অজানা তথ্য

Last Updated:

S D Burman: মেদিনীপুরের সঙ্গে আত্মীয়তা রয়েছে বিখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার এস ডি বর্মনের। তার খুড়তুতো বোনের বিয়ে হয়েছিল মেদিনীপুরে।

+
এস.

এস. ডি বর্মন(প্রতীকী ছবি)

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: শচীন দেব বর্মন-একনামে যাঁকে সারা ভারত নয়, সারা পৃথিবীর মানুষ চেনেন। বিংশ শতকের এক কিংবদন্তি, সংগীত পরিচালক, সুরকার এবং গায়ক হিসেবে যিনি সমাদৃত সারা ভারতবর্ষ জুড়ে। যাঁর গান এখনও সাধারণ মানুষকে মোহিত করে, সেই এস.ডি বর্মন বা শচীন দেব বর্মনের সঙ্গে জুড়ে রয়েছে মেদিনীপুরের সম্পর্ক। শুধু গানের সঙ্গে সম্পর্ক নয়, মেদিনীপুরের সঙ্গে রয়েছে আত্মীয়তার সম্পর্ক। শচীন দেব বর্মনের খুড়তুতো বোনের বিয়ে হয় মেদিনীপুরে, মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামে অভিজাত পরিবারে।
মেদিনীপুরের সঙ্গে জড়িয়ে রয়েছে এস.ডি বর্মন এবং তাঁর পরিবারের রক্তের সম্পর্ক। ত্রিপুরার সঙ্গে যোগাযোগ হয় বাংলার মেদিনীপুর জেলার দাঁতনের এক রাজ পরিবারের। রাজ পরিবারের রাজপুত্রের সঙ্গে বিবাহ হয় এস.ডি বর্মনের বোনের। সেই হিসেবেই মেদিনীপুরের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে জুড়ে যান বিশ্ববিখ্যাত এই কিংবদন্তি। যা অত্যন্ত গর্বের এবং গৌরবের।
advertisement
শচীন দেব বর্মন, যিনি শুধু একা নন, তাঁর গোটা পরিবার সঙ্গীত ঘরানার। শচীন দেব বর্মনের স্ত্রী, ছেলে প্রতিভাবান সঙ্গীতশিল্পী। শুধু তাই নয় শচীন দেব বর্মনের পুত্রবধূ আশা ভোঁসলে ভারতবাসীর কাছে একজন বরেণ্য সঙ্গীতশিল্পী। কালক্রমে আশা ভোঁসলের সঙ্গেও আত্মীয়তার সম্পর্ক দাঁতনের। ইতিহাস ঘেঁটে জানা যায়, পশ্চিম মেদিনীপুরে বাংলা ওড়িশা সীমানা এলাকায় মনোহরপুরে থাকা জমিদার পরিবারের পুত্র ক্ষিতীশচন্দ্র রায় বীরবরের সঙ্গে বিয়ে হয় ত্রিপুরার রাজবংশের কন্যা লতিকার। এই লতিকা ছিলেন ত্রিপুরার রাজা কৃষ্ণকিশোর মানিক্য দেব বর্মন বাহাদুরের উত্তরসূরী। অন্যদিকে এস.ডি বর্মন, আর.ডি বর্মন ছিলেন রাজা কৃষ্ণকিশোরের বংশধর।
advertisement
advertisement
আরও পড়ুন : জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার! ৩২ বছর বয়সে রহস্যমৃত্যু সিনেমা, টেলিভিশনের নামী তারকার
পরবর্তীতে, শচীন দেব বর্মনের বোনের বিয়ে হয়, প্রত্যন্ত গ্রাম দাঁতনে। সুদূর ত্রিপুরার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় মেদিনীপুরের। জুড়ে যায় কিংবদন্তি সঙ্গীতশিল্পীর সঙ্গে গ্রামের সম্পর্ক। ইতিহাসবিদরা মনে করেন, দাঁতনে রেল পথ স্থাপনের পর বেশ কয়েকবার হয়তো আসা-যাওয়া করেছেন শচীন দেব বর্মন। যদিও সে বিষয়ে তেমন কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় না। তবে শচীন দেব বর্মনের অত্যন্ত প্রিয় ছিলেন তার এই খুড়তুতো বোন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
S D Burman: বিশ্ববরেণ্য শিল্পী শচীন দেববর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক পশ্চিম মেদিনীপুরের, জানুন অজানা তথ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement